Sylhet Today 24 PRINT

আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মৃতের সংখ্যা দাঁড়াল ২০

সিলেটটুডে ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০১৫

হজব্রত পালন করতে সৌদি আরব গিয়ে মক্কার আল মোকাররমায় নারীসহ আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি হজ মৌসুমে সৌদি আরবে ২০ বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে ১৫ জন পুরুষ এবং ৫ জন নারী।

সোমবার (০৭ সেপ্টেম্বর) মক্কায় বাংলাদেশ হজ মিশনের হেল্প ডেস্ক বিষয়টি নিশ্চিত করেছে।

এদিন ভোরে মক্কায় মারা গেছেন কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার মোসাম্মৎ রোকেয়া খাতুন (৬৫)। তার পাসপোর্ট নম্বর বিই ০৬২০৬৩৪ এবং হজ আইডি নম্বর ০৮৯৭২৬৬।

রোকেয়া খাতুন পবিত্র হজ পালনের জন্য এলআর ট্রাভেলসের মাধ্যমে গত ৩০ আগস্ট বাংলাদেশ বিমানের বিজি০০৩৫ ফ্লাইটে সৌদি আরব গিয়েছিলেন।

মৃত অপর হজযাত্রী হলেন-কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা এলাকার মোহাম্মদ আহাদ আলী (৬৮)।

গত শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে মক্কা বাংলাদেশ হজ মিশন মেডিক্যাল ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ‍তার পাসপোর্ট নম্বর বিই ০৫০৪১৪৬ এবং হজ আইডি নম্বর ০৬৭৩০৮২।

আহাদ আলী আল সাহিলা ওভারসিজ সার্ভিসের মাধ্যমে গত ২১ আগস্ট বাংলাদেশ বিমানের বিজি ১০২৫ নম্বর ফ্লাইটে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান।

চলতি হজ মৌসুমে এক লাখ ১ হাজার ৭৫৮ জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.