Sylhet Today 24 PRINT

আজমানে বাইত আল ফালাহ ট্রাভেলসের যাত্রা শুরু

লুৎফুর রহমান, আরব আমিরাত |  ০২ নভেম্বর, ২০১৯

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ব্যবসায়ীরা বাংলাদেশি শ্রমিকদের অভাবে ব্যবসা চালাতে হিমশিম খাচ্ছেন। দীর্ঘ ৮ বছর ধরে ভিসা বন্ধ থাকায় বাংলাদেশিরা শ্রমিক আনতে পারছেন না। তবুও ব্যবসার মাধ্যমে দেশকে তুলে ধরছেন অবিরত। সংযুক্ত আরব আমিরাতের আজমানের বাংলাবাজার এলাকায় বাংলাদেশি মালিকানাধীন বাইত আল ফালাহ ট্রাভেলসের উদ্বোধনকালে এসব বলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীম আহমদ।

বৃহস্পতিবার ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন কমিউনিটি নেতা হাজী আব্দুর রব ও কজমো ট্রাভেলসের মোস্তাফা আহমদ।

উদ্বোধন পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক তানভীর আহমদের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন ব্যবসায়ী সাইফুল ইসলাম ইহাহইয়া, জোবের আহমদ, বাংলাদেশ বিজনেস ফোরামের সাইফুল ইসলাম, সাংবাদিক লুৎফুর রহমান সহ আরও অনেকে।

প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য রাখেন আজমান শাখা ব্যবস্থাপক সাদিকুর রহমান রুবেল, সোনাপুর শাখা ব্যবস্থাপক নাইম আহমদ, দুবাই শাখা ব্যবস্থাপক মাওলানা আব্দুস সামাদ, মার্কেটিং ম্যানেজার নুরুল ইসলাম, সুলতান মাহমুদ।

পরে ব্যবসা ও দেশ জাতির কল্যাণে মোনাজাত করেন হাফিজ নুরুল ইসলাম।

প্রসঙ্গত, বাংলাদেশি প্রতিষ্ঠান বাইত আল ফালাহ এর দুবাই, আজমান, শারজাহ, সোনাপুরে শাখা রয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশির কল্যাণে কাজ করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীম আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.