Sylhet Today 24 PRINT

ফোবানা সম্মেলন: ওয়াশিংটন ডিসি থেকে ২৫ হাজার ডলার সংগ্রহ

সিলেটটুডে ডেস্ক |  ২৫ নভেম্বর, ২০১৯

আগামী বছর যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ডালাস শহরে লেবার ডে উইকেন্ডে অনুষ্ঠিত হবে ৩৪তম ফোবানা সম্মেলন। এর কনভেনর হয়েছেন বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ টেক্সাস (বান্ট) এর সভাপতি হাসমত মোবিন এবং সদস্য- সচিব হয়েছেন বান্টের সাধারণ সম্পাদক নাহিদা আলী। ২৩ নভেম্বর শনিবার ওয়াশিংটন ডিসিতে ৩৪তম ফোবানা সম্মেলনের তহবিল সংগ্রহের অনুষ্ঠানে এই ঘোষণা দেন ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারপার্সন শাহ হালিম। এতে অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণি- পেশার প্রবাসীরা মেট্রো ওয়াশিংটন ডিসি থেকে ২৫ হাজার ডলার প্রদানের অঙ্গিকার করেছেন।

লক্ষাধিক ডলারের এই বাজেটের অবশিষ্ট অর্থ বিভিন্ন সিটিতে অনুষ্ঠানের মাধ্যমে সংগ্রহ করা হবে বলেও জানান নেতৃবৃন্দ। আর এভাবেই ফোবানার প্রতি সর্বস্তরের প্রবাসীর সম্পৃক্ততা সুসংহত করার কৌশল অবলম্বন করা হয়েছে বলে ফোবানার নির্বাহী ভাইস চেয়ারপার্সন জাকারিয়া চৌধুরী উল্লেখ করেন।

ওয়াশিংটন ডিসিতে ‘আমেরিকান- বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি’র উদ্যোগে তহবিল সংগ্রহের এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলনের কনভেনর জি আই রাসেল এবং পরিচালনা করেন ৩৫তম ফোবানা সম্মেলনের সদস্য সচিব শিব্বীর আহমেদ।

এতে বক্তব্য রাখেন ফোবানা এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারপার্সন জাকারিয়া চৌধুরী, প্রাক্তন চেয়ারপার্সন আতিকুর রহমান আতিক, এক্সিকিউটিভ কমিটির আউটষ্ট্যান্ডিং মেম্বার এটিএম আলম, আবীর আলমগীর, ফোবানার সদস্য সংগঠন প্রিয়বাংলার প্রিয়লাল কর্মকার ও সাব- কমিটি (নিউজ লেটার)’র চেয়ারপার্সন এন্থনী পিয়ুষ গোমেজসহ ৩৫তম ফোবানা সম্মেলন স্বাগতিক কমিটির কর্মকর্তাবৃন্দ।

টেক্সাসের ফোবানার সম্মেলন আসছে সেপ্টেম্বরের ৪ থেকে ৬ তারিখে ডালাস শহরে আরভিং কনভেনশন সেন্টার এ্যাট লাস কোলিনাস (৫০০ ওয়েষ্টলাস কোলিনাস বুলুভার্ড) এ অনুষ্ঠিত হবে। এদিকে, ২০২১ সালের লেবার ডে উইকেন্ডে ডিসিতে ৩৫তম ফোবানা সম্মেলনের জন্যে গঠিত কমিটির কনভেনর জিআই রাসেল এবং সদস্য- সচিব সাংবাদিক শিব্বির আহমেদ এ সময় হোস্ট কমিটির কর্মকর্তাগণকে বিপুল করতালির মধ্যে পরিচয় করিয়ে দেন।

এরা হলেন : প্রধান পৃষ্ঠপোষক- কবির পাটোয়ারী, পৃষ্ঠপোষক- ইঞ্জিনিয়ার আবু হানিপ, আনিস খান, জাকির হোসেন, জাহিদ হোসেন, প্রধান উপদেষ্টা- ইকবাল বাহার চৌধুরী, উপদেষ্টা- রোকেয়া হায়দার, ওয়াহেদ হোসেইনী, সাদেক খান, এটিএম আলম, মোস্তফা হোসাইন মুকুল, কামরুল খান লিংকন, চীফ কনসালট্যান্ট- ফোবানার প্রাক্তন চেয়ারপার্সন আতিকুর রহমান আতিক, সভাপতি- ইনারা ইসলাম, সহসভাপতি- ড. আবদুস সাত্তার, সহসভাপতি- হিরন চৌধুরী, সহসভাপতি- জীবক বড়ুয়া, সহসভাপতি- দস্তগীর জাহাঙ্গীর, সহসভাপতি- ওবায়দুল হক অভি, সহসভাপতি- শামসুদ্দীন মাহমুদ, সিনিয়র কো- কনভেনর- পারভিন পাটোয়ারী, কো- কনভেনর- শফি দেলওয়ার কাজল, কো- কনভেনর- সালেহ আহমেদ, আনোয়ার হোসেন, মজনুমিয়া, জুয়েল বড়ুয়া, মাহফুজুর রহমান শুভ্র, মজিবুর রহমান খান, মাসুদুর রহমান, জয়েন সেক্রেটারি- মুনির হোসেন, জামাল হোসেন, ট্রেজারার ড. ফায়জুল ইসলাম, সহকারী ট্রেজারার- বদরুল- আলম।

৩৫তম সম্মেলনের প্রধান সমন্বয়কারী- এজেএম হোসেন, কোঅরডিনেটর- দেওয়ান আরশাদ আলী বিজয়, আওলাদ হোসেন মামুন, আমানউল্ল্যাহ, রেজিস্ট্রেশন সাব- কমিটির চেয়ারপার্সন- জামাল হোসেন, কো- চেয়ারপার্সন- আবদুল হক, মিজানুর রহমান, সদস্য রমজান আলী, ইমরুল আহসান, মইন খান, রাজীব চৌধুরী, হোটেল অ্যাকোমোডেশন চেয়ারপার্সন- মজিবুর রহমান খান, ফাইন্যান্স সাব- কমিটির চেয়ারপার্সন আনোয়ার হোসাইন।

কালচারাল সাব- কমিটির চেয়ারপার্সন- আকতার হোসাইন, কো- চেয়ারপার্সন- কামরুল ইসলাম কামাল, ইভেন্ট ম্যানেজম্যান্ট সাব- কমিটির চেয়ারপার্সন- শেখ মাওলা মিলন, ষ্টেজ ম্যানেজম্যান্ট কমিটির চেয়ারপার্সন- আরিফুর রহমান স্বপন, স্টল এন্ড এক্সপো সাব- কমিটির চেয়ারপার্সন- জসীমউদ্দীন, সোশ্যাল মিডিয়া ও পাবলিসিটি কমিটির চেয়ারপার্সন- মীর রফিকুল ইসলাম, কো- চেয়ারপার্সন- ইমরুল চৌধুরী, সদস্য অমিও জাহান, রাজু হাসান, মিডিয়া এন্ড প্রেস সাব- কমিটির চেয়ারপার্সন- দেওয়ান আরশাদ আলী বিজয়, সেমিনার সাব- কমিটির চেয়ারপার্সন- ড. মোহাম্মদ রহমান, বিজনেস নেটওয়ার্কিং লাঞ্চ সাব- কমিটির চেয়ারপার্সন- আতিকুর রহমান, মাল্টিমিডিয়া (ভিডিওও ফটোগ্রাফি) সাব- কমিটির চেয়ারপার্সন- রাজীব বড়ুয়া, কো- চেয়ারপার্সন দেওয়ান বিপ্লব, বিপ্লব দত্ত, সদস্য কামরুল ইসলাম কামাল, ইয়ুথ ফোরাম সাব- কমিটির চেয়ারপার্সন- সোহেল সালমান।

ইন্টারন্যাশনাল মার্কেটিং সাব- কমিটির চেয়ারপার্সন- মুনির হোসেন, রিসিপশন সাব- কমিটির চেয়ারপার্সন- নার্গিস পারভিন, কো- চেয়ারপার্সন জেবা বানু, সদস্য সাইদা ইসলাম মোহিন, সাইদা জারানিপা, মহিলা বিষয়ক সাব- কমিটির চেয়ারপার্সন মাসুমা মেরিন, কো- চেয়ারপার্সন- পলি, বুলবুল ইসলাম, প্রিন্টিং লজিস্টিকস- প্রদীপ সাহা, বাংলাদেশ লিয়াঁজো সাব- কমিটির চেয়ারপার্সন- পারভেজ ইসলাম, মিস ফোবানা ২০২১ সাব- কমিটির চেয়ারপার্সন- রোকেয়া হায়দার, কো- চেয়ারপার্সন- কবিতা দেলওয়ার, রাচনা মাওলা, ড্যান্স আইডল সাব- কমিটির চেয়ারপার্সন রোকেয়া জাহান, মিউজিক আইডল সাব- কমিটির চেয়ারপার্সন- নাসের চৌধুরী, কো- চেয়ারপার্সন- রুমা ভৌমিক।

নাটিকা ও ছবি আঁকা (মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা) সাব- কমিটির চেয়ারপার্সন- শফি দেলওয়ার কাজল, কো- চেয়ারপার্সন- শম্পা বনিক, বইমেলা সাব- কমিটির চেয়ারপার্সন জীবক বড়ুয়া, কো- চেয়ারপার্সন- আলতাফ হোসাইন, মুস্তাফিজুর রহমান, কাব্যজলসা সাব- কমিটির চেয়ারপার্সন- দস্তগীর জাহাঙ্গীর, কো- চেয়ারপার্সন- ফাহমীদা হোসেন, কবি সমাবেশ সাব- কমিটির চেয়ারম্যান- ফকির সেলিম, ফুড এন্ড এন্টারটেইনমেন্ট সাব- কমিটির চেয়ারপার্সন- মোহাম্মদ হোসেন, কো- চেয়ারপার্সন- মোহাম্মদ ফারুক, টিকেট সাব- কমিটির চেয়ারপার্সন- ওয়াসিম হায়দার।

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসব সাব- কমিটির চেয়ারপার্সন- হিরন চৌধুরী, ফ্যাশন শো সাব- কমিটির চেয়ারপার্সন- রুমা খান, মুক্তিযোদ্ধা সমাবেশ সাব- কমিটির চেয়ারপার্সন- সালেহ আহমেদ, ম্যাগাজিন সাব- কমিটির প্রধান সম্পাদক- আনিস আহমেদ, সহকারী সম্পাদক- ফকির সেলিম, আইটি সাপোর্ট সাব- কমিটির চেয়ারম্যান- সাইফুল্লাহ খালেদ, কো- চেয়ারপার্সন- হাবিবউল্ল্যাহ ভুঁইয়া, সাইটেক ফেষ্ট- আবেয়া, ফিল্ম এন্ড মুভি শো সাব- কমিটির চেয়ারপার্সন- এনামুল হক এনাম, মেইনষ্ট্রিম লিয়াজোঁ সাব- কমিটির চেয়ারপার্সন- রেদওয়ান চৌধুরী, কো- চেয়ারপার্সন- বোরহান আহমেদ, ভলান্টিয়ার সাব- কমিটির চেয়ারপার্সন- মেহদী খান, কো- চেয়ারপার্সন- আমিন খান, কো- চেয়ারপার্সন- আবদুর রহমান উৎপল, কো- চেয়ারপার্সন- ফরহাদ হোসেন, চামেলি রায়, সদস্য জিসান হোসেন, মানিক হোসেন, শাওন রিয়াদ, আলামিন হোসেন, শাহাদাত হোসেন, ফোবানা জব ফেয়ার সাব- কমিটির চেয়ারপার্সন- জাকির হোসেন, ডিজাইন এন্ড ডেকোরেশন সাব- কমিটির চেয়ারপার্সন- পারভিন পাটোয়ারী, কো- চেয়ারপার্সন- কামরুল ইসলাম কামাল,ব্যাজ ম্যানেজমেন্ট সাব- কমিটির চেয়ারপার্সন- তফাজ্জল হোসেন, মেরিল্যান্ড ষ্টেট সাব- কমিটির চেয়ারপার্সন- বোরহান আহমেদ, ভার্জিনিয়া ষ্টেট সাব- কমিটির চেয়ারপার্সন- কমরুল ইসলাম কামাল, ওয়াশিংটন ডিসি সাব- কমিটির চেয়ারম্যান- মামুন অর রশীদ।

আমেরিকান- বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি’র উদ্যোগে আয়োজিত এই সভায় বাই, ধ্রুপদ, নিউজ বাংলা, একাত্তর ফাউন্ডেশন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ডিএমভি, প্রিয় বাংলা, বাকডিসি, সুরবিতান, ওরা এগারোজন, বন্ধন, বাফি, এবা, বাইটপো, আমরা বাঙালি ফাউন্ডেশন সহ ওয়াশিংটনের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

৩৫তম ফোবানা সম্মেলনের কনভেনার জি আই রাসেল জানান, আগামী দুই বছরে স্বাগতিক কমিটিতে বৃহত্তর ওয়াশিংটনের মেরিল্যান্ড, ভার্জিনিয়া ও ওয়াশিংটনের আরও নেতৃবৃন্দকে ফোবানার সাথে সম্পৃক্ত করা হবে। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরকে সামনে রেখে ৩৫তম ফোবানা সম্মেলনের কর্মসূচি তৈরির কাজ শুরু হয়েছে বলে জানান ৩৫তম ফোবানা সম্মেলনের সদস্য সচিব শিব্বীর আহমেদ। তিনি বলেন ’অদম্য বাংলাদেশ অবাক বিশ্ব’ এই প্রতিপাদ্যকে ধারণ করে ৩৫তম ফোবানা সম্মেলনে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তি উৎসব পালিত হবে।

তিনি জানান, ৩৫তম ফোবানা সম্মেলনকে সামনে রেখে অক্টোবর/নভেম্বর ২০২০ সালে ওয়াশিংটনে সাংবাদিক সম্মেলন, ফেব্রুয়ারি ২০২১ সালে বাংলাদেশে ফোবানার প্রেস কনফারেন্স এবং আগামী জুন ২০২১ সালে নিউইয়র্কে ৩৫তম ফোবানা সম্মেলনের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সাংবাদিক সম্মেলনে ৩৫তম ফোবানার যাবতীয় কার্যক্রম সবার সামনে তুলে ধরা হবে।

সমাবেশে আগত অতিথিদের মধ্যে রাতের খাবার পরিবেশন শেষে নিউইয়র্কেও দুই জনপ্রিয় শিল্পী কামারুজ্জামান বকুল ও রুখসানা মির্জার গানের তালেতালে মধ্যরাত পর্যন্ত নেচে গেয়ে সবাই আনন্দ উল্লাসে মেতে উঠে।

এদিকে সমাবেশের পূর্বে ফোবানা নেতৃবৃন্দ ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলনের জন্য বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন। ভেন্যু পরিদর্শন শেষে ফোবানা নেতৃবৃন্দ সম্ভাব্য ভেন্যু সিলেকশন নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং পরে ৩৫তম ফোবানা সম্মেলনের কনভেনার জি আই রাসেল জানান আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই ৩৫তম ফোবানা সম্মেলনের ভেন্যু চূড়ান্তকরণ এবং চুক্তি স্বাক্ষরিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.