Sylhet Today 24 PRINT

বিসিসিডিআই বাংলা স্কুলের নির্বাচনে সঞ্জয়-পঙ্কজ পরিষদের নিরঙ্কুশ বিজয়

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ডিসেম্বর, ২০১৯

বিসিসিডিআই বাংলা স্কুলের নির্বাচনে সঞ্জয় বড়ুয়া ও পঙ্কজ চৌধুরী পরিষদের পূর্ণ প্যানেল নির্বাচিত হয়েছে।

১৪ ডিসেম্বর বিসিসিডিআই বাংলা স্কুলের এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ১২৬ জন। এর মধ্যে ১১৪ জন ভোটার ভোট দিয়েছেন।

শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ড. নজরুল ইসলাম ও এটর্নি সুদিপ বোস নির্বাচন পরিচালনা করেন।

আগামী দুই বছরের জন্য এই কমিটি বাংলা স্কুলের কার্যকরী পরিষদ পরিচালনা করবেন।

নির্বাচনে সভাপতি পদে সঞ্জয় বড়ুয়া ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিমুল মৌ পেয়েছেন ৩৮ ভোট।

সাধারণ সম্পাদক পঙ্কজ চৌধুরী ৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রশিদ পেয়েছেন ৩১ ভোট। যুগ্ম সম্পাদক পদে মোহাম্মদ আবেদিন ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুনা শম্পা পেয়েছেন ৩৮ ভোট। প্রোগ্রাম ডিরেক্টর পদে জয় দত্ত বড়ুয়া ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেরিনা রহমান পেয়েছেন ৪০ ভোট।

এবারের নির্বাচনে মোট ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তারা হলেন- সহসভাপতি জসীম আহমেদ, কোষাধ্যক্ষ মো. তসলিম হাসান, পরিচালক শিক্ষা নিভা বড়ুয়া, পরিচালক প্রেস ও পাবলিকেশনস নুর মোহাম্মদ, পরিচালক সংস্কৃতি ও ক্রীড়া আইরিন আক্তার ফৌজিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.