Sylhet Today 24 PRINT

চৌধুরী মইনুদ্দিনকে দেশে ফিরিয়ে নিয়ে রায় কার্যকরের দাবি

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৫ ডিসেম্বর, ২০১৯

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের ঊষালগ্নে জাতিকে মেধাশূন্য করতেই সুপরিকল্পিত ভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বেছে বেছে ঘর থেকে ধরে নিয়ে হত্যা করা হয়। বুদ্ধিজীবী হত্যার মূল পরিকল্পনা করেছিল পাকিস্তানিদের দোসর আলবদর রাজাকার ও আলশামস বাহিনীর সদস্যরা। আর এর অন্যতম নায়ক ছিল তৎকালীন আলবদর কমান্ডার লন্ডনে পলাতক ফাঁসির দণ্ডপ্রাপ্ত চৌধুরী মইনুদ্দিন।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখা আয়োজিত ‘শহীদ বুদ্ধিজীবী দিবসের’ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

তারা বলেন, বুদ্ধিজীবী হত্যার অন্যতম নায়ক চৌধুরী মইনুদ্দিন লন্ডনে বসে দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ভাবে পায়তারা করছে। চৌধুরী মইনুদ্দিনকে দেশে ফিরিয়ে নিয়ে রায় কার্যকর ও সেই সাথে তারই প্রতিষ্ঠিত দাতব্য সংস্থার কার্যক্রম বাংলাদেশে বন্ধের দাবি জানান বক্তারা।

১৪ ডিসেম্বর লন্ডন সময় সন্ধ্যা ছয়টায় ইষ্ট-লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সিনিয়র সহসভাপতি সাংবাদিক মতিয়ার চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি জামাল আহমদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন লন্ডনস্থ বাংলাদেশ মিশনের কর্মকর্তা ইসমাইল হোসেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পিকার কাউন্সিলার আহবাব হোসেন, বার্কিং এন্ড ডাগেনতহ্যাম কাউন্সিলের কাউন্সিলার মঈন কাদরি, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী।

এছাড়াও বুদ্ধিজীবী দিবসের আলোচনায় অংশ নেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র সেলিম উল্লাহ, মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মিফতাহ ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল হাদি, যুদ্ধাপরাধ বিচার মঞ্চের সহসভাপতি ড. আনিছুর রহমান আনিছ, যুদ্ধাপরাধ বিচার মঞ্চের সদস্য বাতিরুল হক সরদার, সত্যেন সেন স্কুল অফ পারফর্মিং আর্টসের সভাপতি হারুনুর রশিদ, কবি ময়নুর রহমান বাবুল, যুক্তরাজ্য জাসদের সহসভাপতি অ্যাডভোকেট মুজিবুল হক মনি, ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের সেক্রেটারি হাজী আব্দুল হান্নান, বাংলাদেশ সেন্টারের আশরাফ উদ্দিন, বর্ণবাদ বিরোধী নেতা হাবিবুর রহমান, কমিউনিস্ট পার্টির সৈয়দ আব্দুর রকিব, কমিউনিস্ট পার্টির সাবেক প্রেসিডেন্ট ড. রফিকুল হাসান খান জিন্না, ইষ্ট লন্ডন আওয়ামী লীগের সৈয়দ গোলাব আলী, সাবেক ছাত্রনেতা সায়েক আহমদ, অ্যাডভোকেট জানে আলম, লিটন আহমদ, প্রজাপতি গ্রুপের ফেরদৌসি জয়িতা, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক রুবি হক, সাংস্কৃতিক সম্পাদক সেলিনা হোসেন, হামিদা ইদ্রিস, অসিমা দে, শারমিন বিথি, প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক মজুমদার আলী, কবি নজরুল ইসলাম প্রমুখ।

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়, একমিনিট নীরবতা পালন করা হয় ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.