Sylhet Today 24 PRINT

ভারতে নয়জন নারীসহ ১২ বাংলাদেশি আটক

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ডিসেম্বর, ২০১৯

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পালঘর জেলা থেকে বৈধ কাগজপত্রহীন অবস্থায় ১২ জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভারতীয় পুলিশ জানায়, পালঘর জেলার বৈসার এলাকা থেকে নয়জন নারীসহ ১২ জন বাংলাদেশিকে আটক করা হয়।

পুলিশের জনসংযোগ কর্মকর্তা হেমন্ত কাতকার বলেন, সোমবার পালঘরে অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং সেল এবং অ্যান্টি টেরোরিজম স্কোয়াড যৌথ অভিযান চালিয়ে নয়জন নারীসহ ১২ বাংলাদেশিকে আটক করে। আটককৃতদের বয়স ৩০ বছর থেকে ৫০ বছরের মধ্যে।

আটককৃত ব্যক্তিদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না বলেও উল্লেখ করেন তিনি। বলেন, আটককৃতরা গত কয়েক বছর থেকে বৈসার এবং এর আশপাশের এলাকায় বসবাস করতো। তারা সেখানে মূলত গৃহকর্মীর কাজ করতো।

তাদের বিরুদ্ধে ১৯২০ সালের পাসপোর্ট আইন এবং ১৯৪৬ সালের বিদেশি আইনে মামলা দায়ের করা হয়েছে, যোগ করেন হেমন্ত কাতকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.