Sylhet Today 24 PRINT

আব্দুল মান্নান ও ফজিলাতুন নেসা বাপ্পি স্মরণে নিউ ইয়র্কে দোয়া মাহফিল

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জানুয়ারী, ২০২০

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান এবং সাবেক এমপি ফজিলাতুন নেসা বাপ্পির স্মরণে নিউইয়র্কে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ জানুয়ারি সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে।

সভায় প্রয়াত দু’নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিবাসন বিষয়ক বাংলাদেশ সংসদীয় ককাস এর সভাপতি মো. ইসরাফিল আলম এমপি।

যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ জয়ের পরিচালনায় এবং সাবেক ছাত্র নেতা সাখাওয়াত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্য উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ বশারত আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, আবদুল হাসিব মামুন ও আব্দুর রহিম বাদশা, প্রচার সম্পাদক হাজি এনাম (দুলাল মিয়া), যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী সদস্য আবদুল হামিদ ও আলী হোসেন গজনবী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, আওয়ামী লীগ নেতা শেখ আতিকুল ইসলাম, নুরুল আমিন বাবু, কফিল চৌধুরী, হুমায়ূন চৌধুরী, কাজী আজিজুল হক খোকন, মোহাম্মদ জুয়েল আহমেদ, ডিএম রনেল, মো. শিমুল হাসান, সিবলী সাদিক, মাসুদ হোসেন সিরাজী, কবীর আলী, সৈয়দ কিবরিয়া, রাকিব হোসেন, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর এইচ মিয়া, হেলাল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া-মুনাজাত পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু, জাতীয় চারনেতা, মুক্তিযুদ্ধের সকল শহিদ এবং মরহুম আব্দুল মান্নান এবং ফজিলাতুন নেসা বাপ্পির স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় বক্তারা বলেন, আব্দুল মান্নানের মৃত্যুতে বাঙালি জাতি একজন সৎ, নির্ভীক, আদর্শবান, রাজনীতিককে হারালো। তার শূন্যতা পূরণ হবার নয়। বাংলাদেশ ছাত্রলীগের যোগ্য সভাপতি হিসেবে যেমন তিনি দলকে পরিচালিত করেছেন তেমনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও সাংগঠনিক সম্পাদক হিসেবেও যোগ্যতার সাথে দায়িত্ব পালন করে গেছেন। সাংসদ হিসেবেও অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গেছেন আব্দুল মান্নান।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে ক’জন ছাত্রলীগ নেতাকে নিয়ে গর্ব করেন তাদের অন্যতম ছিলেন আব্দুল মান্নান। বাংলাদেশের স্বাধীনতা উত্তর প্রতিটি আন্দোলন-সংগ্রামে তার অবদান ছিল অবিস্মরণীয়।

বক্তারা সাবেক এমপি ফজিলাতুন নেসা বাপ্পির কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে তার অবদানের কথা স্মরণ করেন।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.