Sylhet Today 24 PRINT

আমিরাতে কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটির বর্ণাঢ্য মিলনমেলা

লুৎফুর রহমান, আরব আমিরাত |  ০৯ ফেব্রুয়ারী, ২০২০

প্রবাসে দল মতের ঊর্ধ্বে ওঠে সামাজিক সংগঠনের মাধ্যমে সবাই এক প্লাটফর্মে আসতে পারে। সামাজিক সংগঠনের মাধ্যমে অসহায় প্রবাসী এবং দেশের আর্ত মানবতার পাশে প্রতিনিয়ত থাকছে প্রবাসীরা। সংযুক্ত আরব আমিরাতে কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক মিলনমেলায় এ কথা বলেছেন বক্তারা।

শুক্রবার দুবাইয়ের মুশরিফ পার্কে এক আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সি আই পি মাহাবুব আলম মানিক। সাধারণ সম্পাদক মুজিবুর রহমান লিটনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান।

বিশেষ অতিথি ছিলেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান সিআইপি মাহতাবুর রহমান নাসির, কনসুলেটের শ্রম কাউন্সিলর ফাতেমা জাহান, বাংলাদেশ সমিতি দুবাইয়ের আহবায়ক অধ্যাপক আব্দুস সবুর, জনতা ব্যাংক শারজাহ শাখার ব্যবস্থাপক শওকত আকবর ভূঁইয়া, সংগঠনের সিনিয়র সহসভাপতি সিআইপি আবুল কালাম, সিনিয়র সহ সভাপতি শাহজাহান মিয়াজি, সহ সভাপতি জাকির হোসেন, আশরাফুল ইসলাম তারেক, সিআইপি জেসমিন আক্তার, কাজী মোহাম্মদ আলী, রিপন দত্ত, তরুণ উদ্যোক্তা সোহেল মজুমদার, মাজহার উল্লাহ মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইয়ুব আলী বাবু, রাজা মল্লিক, প্রকৌশলী নওশের আলী, প্রকৌশলী আবু নাসের, হাজী শফিকুল ইসলাম, সাইফুদ্দিন আহমদ, মীর আহমদ, আনসারুল হক আনসারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আড়াই হাজারের অধিক প্রবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত এ মিলনমেলা আমিরাতের ইতিহাসে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন প্রবাসীরা। অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের নানা প্রদেশ থেকে সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিও লক্ষণীয় ছিল।

অনুষ্ঠানে নারী, পুরুষ ও বাচ্চাদের নানা দেশীয় খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেন অতিথিরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.