Sylhet Today 24 PRINT

নিউ ইয়র্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ফেব্রুয়ারী, ২০২০

নিউ ইয়র্কে যথাযোগ্য মর্যাদায় নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জ্যামাইকার তাজমহল পার্টি হলে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে বাহান্নের ভাষা শহীদদের স্মরণে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনকে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, পবিত্র গীতা ও পবিত্র বাইবেল পাঠ, এক মিনিট নীরবতা পালন, বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের এই আয়োজন শুরু হয় বিকেল ৬টায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা। নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি ডা. মোহাম্মদ আবদুল লতিফের সভাপতিত্বে এবং একুশ উদযাপন কমিটির আহ্বায়ক মোজাফফর হোসেন, প্রধান সমন্বয়কারী মো. রাকিবুজ্জামান খান তনু, সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম জেমস, সমন্বয়কারী মোস্তফা কামাল মিল্টন ও সদস্য শাহানা বেগম রিনার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুইন্স ব্যুরো প্রেসিডেন্ট পদপ্রার্থী এলিজাভেদ ক্রাউলি, ডা. চৌধুরী সারোয়ারুল হাসান, মফিজ আহমেদ, ডা. মাসুদুল হাসান, মুক্তিযোদ্ধা ডা. আবদুল বাতেন, মুক্তিযোদ্ধা সরাফ সরকার, ডা. চৌধুরী মঞ্জুরুল হাসান, মো. দবিরুল ইসলাম, মো জহিরুল ইসলাম টুকু, ড. রুহুল কুদ্দুস, ইঞ্জিনিয়ার এইচ এম শহীদ, মো. যুবায়ের আহমেদ, মো. মনিরুল ইসলাম, এডভোকেট মাহবুবুর রহমান, এটর্নী সোমা সাইয়েদ, কমিউনিটি এক্টিভিস্ট ফখরুল আলম, কাজী নয়ন, ওসমান গনী, কামরুজ্জামান প্রমুখ।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মনিরুল ইসলাম বাচ্চু, মো. তাজুল ইসলাম, গোলাম রাব্বানী, এলাহী বক্স তালুকদার, মো. হেলাল উদ্দিন, এ এইচ এম কামাল মিল্টন, মো. ই কবির ও মো. মসিত উল্লাহ। সার্বিক সহযোগিতায় ছিলেন মো. মিয়া দুলু, মো. রাজু আহমেদ যাদু, মো. আতাউর রহমান লিটন, এডভোকেট আব্দুর রশিদ, রাজিব এ চৌধুরী, গৌতম কুমার সাহা, মো. শহীদুল ইসলাম, মো. রাজা বিন হায়াৎ, মো, আবু তাহের প্রমুখ।

'আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি' গানের সাথে সাথে নিউ ইয়র্ক সময় ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহর অর্থাৎ রাত ১২টা ১ মিনিটে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো পর্ব শুরু হয়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন। এরপর অন্যান্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

একে একে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা সংসদ ইউএসএ কমান্ড, শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ, দিনাজপুর জেলা সমিতি ইউএসএ, রংপুর জেলা এসোসিয়েশন, বগুড়া জেলা সমিতি অব নর্থ আমেরিকা, রাজশাহী ডিস্ট্রিক্ট এসোসিয়েশন, ঠাকুরগাঁও ওয়েলফেয়ার ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ এসোসিয়েশন ইউএসএ, নওগাঁও ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ, গাইবান্ধা সোসাইটি অব ইউএসএ, নাটোর জেলা এসোসিয়েশন ইউএসএ, উল্লাপাড়া সোসাইটি অব ইউএসএ, ব্রাম্মণবাড়িয়া জেলা সমিতি ইউএসএ, গোবিন্দগঞ্জ ফাউন্ডেশন, ময়মনসিংহ জেলা সমিতি, প্রবাসী মাদারীপুর জেলা সমিতি ইউএসএ, হিলসাইড সেবা এসোসিয়েটস, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ, ঠাকুরগাঁও উপজেলা সদর, নিরাপদ সড়ক চাই ইউএসএ, এসবি ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শহিদ হাসান, চন্দ্রা রয়, ফিরোজ সহ স্থানীয় শিল্পীবৃন্দ। তবলায় ছিলেন খুসবু আলম। কবিতা আবৃত্তি করেন শাহানা বেগম রিনাসহ নতুন প্রজন্মের শিশুরা।

অনুষ্ঠানে বক্তারা একুশের ভাষাশহীদদের স্মরণ করে নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরেন। বক্তারা প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতি শেখানোর ওপর গুরুত্বারোপ করেন।

কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা বলেন, প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতি এবং বাঙালী ঐতিহ্যকে ধরে রাখা ও বিকশিত করার নানা আয়োজন উল্লেখ করার মত। প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশের ঐতিহ্যবাহী কৃষ্টি-কালচার জানাতে ও শেখাতে মুখ্য ভূমিকা রাখছে প্রবাসীরা। মূলধারায়ও বাংলা ভাষা ও সংস্কৃতি জায়গা করে নিচ্ছে। যা আমাদের মন প্রাণ ভরে দেয়। এ জন্যে আমরা গর্ববোধ করছি।

অনুষ্ঠানে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি ডা. মোহাম্মদ আবদুল লতিফ নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের ঐক্য প্রক্রিয়ার প্রেক্ষাপট তুলে ধরে এ বিষয়ে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি এসময় নতুন প্রজন্মের সন্তানদের বাংলা সংস্কৃতির কাছাকাছি রাখার আহ্বান জানিয়ে এ আয়োজনে যারা সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একুশ উদযাপন কমিটির আহ্বায়ক মোজাফ্ফর হোসেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশন সহ সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দকে আয়োজন সফল করার জন্য বিশেষ ধন্যবাদ জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.