Sylhet Today 24 PRINT

লন্ডনে সিলেটের কিশোরের মরদেহ

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মার্চ, ২০২০

পূর্ব লন্ডনের ডকল্যান্ডস লাইট রেলওয়ে স্টেশনের কাছে ব্রিটিশ বাংলাদেশি এক কিশোরের মরদেহ পাওয়া গেছে।

ধারণা করা হচ্ছে, মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।

১৬ বছর বয়সী নিহত ওই কিশোরের নাম আহমদ দায়ান। তার বাবার নাম শরীফ আহমদ। তাদের আদি নিবাস সিলেটে। দায়ান সিলেটের সাবেক ছাত্রদল নেতা জাহেদ আহমদের ভাতিজা।

জাহেদ জানিয়েছেন, দায়ানের মরদেহ গ্যালিয়ন্স রিচ ডিএলআর স্টেশনের (গুগল স্ট্রিটভিউ) কাছে পাওয়া গিয়েছিল। মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করে পুলিশ।  

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, দায়ানের মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.