Sylhet Today 24 PRINT

করোনাভাইরাসে লন্ডনে সিলেটির মৃত্যু

লন্ডন প্রতিনিধি |  ১৪ মার্চ, ২০২০

লন্ডনে বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। সিলেটের গোলাপগঞ্জের বাগিরঘাট গ্রামে তার মূল বাড়ি।

শুক্রবার ভোরে পূর্ব লন্ডনের রয়েল লন্ডন হাসপাতালে করোনার সাথে হাসপাতালে ৮ দিন যুদ্ধ করার পর মৃত্যুবরণ করেন তিনি।

৬৬ বছর বয়সী এই ব্যক্তির নাম আফরোজ মিয়া। ৬ মাস আগে বাংলাদেশ সফর করে আসা আফরোজ মিয়া ৮ দিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। যদিও দীর্ঘদিন ধরেই ডায়বেটিসসহ নানাবিধ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। ঘাতক এই ব্যাধির সাথে ৮ দিন লড়াই করার পর অবশেষে শুক্রবার মারা যান তিনি।

এদিকে মৃত ব্যক্তির মরদেহ রয়েল লন্ডন হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে কিভাবে কখন হস্তান্তর করা হবে এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি।

রয়েল লন্ডন হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে এক বাংলাদেশির মৃত্যুর খবরে পূর্ব লন্ডনের বাঙালিপাড়ায় আতঙ্ক নেমে এসেছে।

উল্লেখ্য, শুক্রবার পর্যন্ত ব্রিটেনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মোট ১২ জন। এর মধ্যে দুজন বাংলাদেশী। এর আগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুরণকারী তৃতীয় ব্যক্তি ছিলেন ম্যানচেস্টারে বসবাসরত ৬০ বছর বয়সী আরেক বাংলাদেশি, যিনি ৫-৬ বছর আগে ইতালি থেকে এসে স্থায়ীভাবে বসবাস করছিলেন ব্রিটেনে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.