Sylhet Today 24 PRINT

লন্ডন হাইকমিশনের মুজিববর্ষের অনুষ্ঠান স্থগিত

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মার্চ, ২০২০

আগামী ২৪ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠান হওয়ার কথা ছিলো লন্ডনের কেনসিংটনের রয়্যাল জিওগ্রাফিকাল সোসাইটিতে। কোভিড-১৯ বা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পরবর্তী বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত অনুষ্ঠানটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে লন্ডনে বাংলাদেশ হাই কমিশন।

অনুষ্ঠানের নাম দেয়া হয়েছিল- ‘জাতির পিতার শততম জন্মবার্ষিকী উপলক্ষে : বঙ্গবন্ধুর শতবর্ষ : একটি বৈশ্বিক প্রতিচ্ছবি’।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- লন্ডন এবং এর আশেপাশের শহরগুলোতে কোভিড-১৯ করোনা ভাইরাসে খুবই সংক্রমিত হচ্ছে। ভাইরাসটি প্রাণহাণিকর ও তীব্র স্বাস্থ্যের ঝুঁকির। তাই সকল আমন্ত্রিত অতিথির সুরক্ষার কথা বিবেচনায় এনে সংশ্লিষ্ট মিশন এই অনুষ্ঠানটি স্থগিত করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চলমান এই মহামারী থেকে পরিস্থিতি আবার স্বাভাবিকের দিকে ফিরে এলে এবং বিশাল জনসমাগম আর স্বাস্থ্য ও সুরক্ষার হুমকিস্বরূপ না হলে বাংলাদেশ হাই কমিশন এ ব্যাপারে নতুন করে অনুষ্ঠানের তারিখ ঘোষণা করবে। সূত্র: বাসস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.