Sylhet Today 24 PRINT

নিউ ইয়র্কে মসজিদের নির্বাচন নিয়ে দায়েরকৃত মামলা খারিজ

সিলেটটুডে ডেস্ক |  ২১ মার্চ, ২০২০

নিউ ইয়র্কে বাঙালি অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেস্টার জামে মসজিদের নির্বাচনকে ঘিরে দায়েরকৃত মামলা খারিজ হয়ে গেছে। ফলে পার্কচেস্টার জামে মসজিদের নির্বাচন আয়োজনে আর কোনও বাধা নেই বলে জানিয়েছে মসজিদের নির্বাচন কমিশন সূত্র।

উল্লেখ্য, ২০১৯ সালের ১০ নভেম্বর আব্দুস শহীদ ও জয়নাল আহমেদ চৌধুরী, সহ-কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, এডুকেশন সেক্রেটারি ইসলাম উদ্দিন, কালচারাল সেক্রেটারি হিফজুর রহমান চৌধুরী, সদস্য আবদুল বাসির খান, মো. লুকমান হোসেন ও ফারুক আহমেদ বাদী হয়ে পার্কচেস্টার জামে মসজিদের নির্বাচনী কার্যক্রম স্থগিত চেয়ে নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টে পার্কচেস্টার জামে মসজিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলায় বিবাদী করা হয় পার্কচেস্টার জামে মসজিদ ইনক, পার্কচেস্টার জামে মসজিদের সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া ও কোষাধ্যক্ষ মাজলুল আহমেদ এবং মসজিদের প্রধান নির্বাচন কমিশনার আহবাব চৌধুরীকে। মামলার ডকেট নম্বর ২৬০৭৬৬-১৯।

মামলার প্রেক্ষিতে গত বছরের ২২ অক্টোবর নির্বাচনী কার্যক্রম স্থগিতের নির্দেশ প্রদান করেন মাননীয় সুপ্রিম কোর্ট।

পরবর্তীতে আদালত আবেদন শুনানি এবং নথিপত্র পর্যালোচনা শেষে কোন প্রকার আপত্তি ছাড়াই গত ৬ মার্চ মামলাটি খারিজ করে দেন। প্রত্যাহার করে নেন নির্বাচনী কার্যক্রমের ওপর ইতোপূর্বে দেয়া স্থগিতাদেশ। সমস্ত কাজ যথারীতি চলতে পারে বলেও কোর্ট আদেশে বলা হয়।

পার্কচেস্টার জামে মসজিদের প্রধান নির্বাচন কমিশনার আহবাব চৌধুরী জানান, আদালত কর্তৃক পার্কচেস্টার জামে মসজিদের নির্বাচন সংক্রান্ত মামলা খারিজ হয়ে যাওয়ায় এই স্থগিত হওয়া নির্বাচন অনুষ্ঠানে আর কোনও বাধা রইলো না। আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে।
নির্বাচন সংক্রান্ত পরবর্তী কার্যক্রম পরিচালনার লক্ষে আগামীকাল শনিবার বিকেল চারটায় নির্বাচন কমিশনার আজিজুল করিমের অফিসে নির্বাচন কমিশনের বৈঠক আহ্বান করা হয়েছে।

তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনের সদস্যরা সভায় বসে পর্যালোচনা করে নির্বাচনের বাকী কার্যকম সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবো। আশা করছি সবার সহযোগিতায় নির্বাচনের বাকী কার্যকম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

এ বিষয়ে পার্কচেস্টার জামে মসজিদের সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া বলেন, তারা তাদের আইনজীবীর মাধ্যমে গত ১৯ মার্চ মাননীয় আদালতের রায়ের কপি পেয়েছেন। আল্লাহর রহমতে মামলা খারিজ হয়ে গেছে। তারা আদালতের নির্দেশনা মতোই সব কিছু করবেন বলে জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনার আহবাব চৌধুরী জানান, পার্কচেস্টার জামে মসজিদের ২০২০-২০২৩ সালের নির্বাচনে কার্যকরী পরিষদের ১৫টি পদে ২টি প্যানেল থেকে ১৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন গত ১৯ অক্টোবর শনিবার। নির্বাচনে ‘মোস্তাক-আম্বিয়া’ পূর্ণ প্যানেলে এবং ‘সাব্বির-শামসুজ্জামান’ প্যানেল থেকে কেবল সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে মনোনয়নপত্র দাখিল করা হয়।

তিনি জানান, পরবর্তীতে নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়নপত্র বাছাইকালে অসম্পন্ন হওয়ায় ‘মোস্তাক-আম্বিয়া’ প্যানেলের এডুকেশন সেক্রেটারি প্রার্থী ওবায়েদ আনসারীর মনোনয়নপত্র বাতিল হয়।

অপরদিকে ‘সাব্বির-শামসুজ্জামান’ প্যানেল থেকে সভাপতি পদে সাব্বির কাজী আহমদ, সাধারণ সম্পাদক পদে শামসুজ্জামান এবং কোষাধ্যক্ষ পদে আরিফ চৌধুরী মনোনয়নপত্র দাখিল করলেও পরবর্তীতে নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়নপত্র বাছাইকালে অসম্পন্ন হওয়ায় এই প্যানেলের ৩ জনেরই মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।

প্রধান নির্বাচন কমিশনার আহবাব চৌধুরী আরও জানান, নির্বাচনী তফসিল অনুযায়ী নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকায় ‘মোস্তাক-আম্বিয়া’ প্যানেলের ১৪ জনের নাম প্রকাশ করে।

‘মোস্তাক-আম্বিয়া’ প্যানেলের চূড়ান্ত তালিকাভুক্ত প্রার্থীরা হলেন- সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সহ-সভাপতি (১) হারুন আলী, সহ-সভাপতি (২) মো. আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া, সহ-সাধারণ সম্পাদক শেখ মজনু মিয়া, কোষাধ্যক্ষ মাজলুল আহমেদ, সহ-কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, কালচারাল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল ইসলাম, ফিউনারেল সেক্রেটারি মো. নুরুল আহিয়া, মেইনটেনেন্স সেক্রেটারি মো. ফটিক মিয়া, সদস্য সোহান আহমদ, তারেক আহমদ, মো. আব্দুল গফুর ও কামরুল হাসান।

নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন- আজিজুল করিম, মাহিদুল ইসলাম, সালেহ আহমদ ও মনসুরুল হাসান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.