Sylhet Today 24 PRINT

সৃষ্টিশীল মানুষরাই পৃথিবীকে জাগিয়ে রেখেছেন: কবি অসীম সাহা

নিউজ ডেস্ক |  ১০ অক্টোবর, ২০১৫

কবি অসীম সাহা বলেছেন, কবিতা মানুষকে পরিশুদ্ধ করে। সাধারণ মানুষের পথ, আর কবির পথ সম্পুর্ণ আলাদা। যে পথ দিয়ে কবি হেটে যান, সেই পথ সুন্দর হয়ে যায়। তিনি বলেন, সৃষ্টিশীল মানুষরাই পৃথিবীকে জাগিয়ে রেখেছে। মানুষকে জাগ্রত করছে। সমাজকে সুন্দর করতে কবি কাজ করেন নিভৃতে। শয়নে স্বপনে তারা সুন্দর পৃথিবীর জন্য প্রার্থনা করেন। আর এই প্রার্থনার মধ্যেই কবি মোহাম্মদ হোসাইনেরও বেঁেচ থাকা। সিলেটের শক্তিমান কবি মোহাম্মদ হোসাইনের ৫০ বছর পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল শনিবার সন্ধ্যায় সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কবি গবেষক নৃপেন্দ্রলাল দাস, কবি এ কে শেরাম, কবি অঞ্জনা সাহা। উদযাপন পর্ষদের সভাপতি কবি পুলিন রায়ের সভাপতিত্বে অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আল আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম,
কবি শিউল মনজুর, কবি সাদত বখত সাহেদ, শাহাদত আলিম, কবি আবিদ ফায়সাল প্রমুখ। পরে কবির জন্মদিন উপলক্ষে প্রকাশিত ‘সম্মাননস্মারক’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন কবি অসীম সাহা সহ অতিথিরা। কবি ধ্রুব গৌতমের সঞ্চালনায় অনুষ্টানে কবি অঞ্জনা সাহা তার বক্তব্যে বলেছেন, কবি মোহাম্মদ হোসাইন একজন নিভৃতচারী কবি। তার কবিতা সমাজ সচেতন করতে বিশেষ ভ’মিকা রাখবে। প্রকৃতি, মানবপ্রেম, দর্শন, বিজ্ঞান, দ্রোহ সবকিছুই আছে তার কবিতায়। অনুভুতি প্রকাশ করতে গিয়ে কবি মোহাম্মদ হোসাইন বলেন, কবিতা লিখি মানুষের জন্য। কবিতা লিখি নিজের জন্য। কবিতার মাধ্যমে পৃথিবীর সকল মানষকে স্পর্শ করি। সব মানুষের গান গাই। এসময় তিনি কবি মোহাম্মদ হোসাইনের উদ্দেশ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথের একটি গান পরিবেশন করেন। অনুষ্ঠানে সিলেটের সকল বয়সী কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.