Sylhet Today 24 PRINT

প্রাণ প্রকৃতি ধ্বংসের প্রতিবাদে ফেসবুকে লাইভ নাটক ‘সুন্দরবন’

আজ রাত ৮টায় পরিবেশন করবে নগরনাট

নিজস্ব প্রতিবেদক |  ০৬ জুন, ২০২০

সমগ্র বিশ্বব্যাপী পশুহত্যা, বন উজাড়, পরিবেশ নিধনে এক ব্যতিক্রমী প্রতিবাদের উদ্যোগ নিয়েছে সিলেটের নাট্যসংগঠন নগরনাট। ফেইসবুক লাইভে নাটকের মাদ্যমে প্রাণ-প্রকৃতি ধ্বংসের ঘটনার প্রতিবাদ জানাবে এই নাট্যসংগঠনটি।

আজ (৬ জুন) শনিবার রাত ৮টায় নগরনাট তাদের ফেসবুক পেইজে পরিবেশন করবে নাটক 'সুন্দরবন'।

নাটকটি রচনা করেছেন আহমেদ বাবলু এবং নির্দেশনা দিয়েছেন অরুপ বাউল। এতে অভিনয় করেছেন উজ্জ্বল চক্রবর্তী, রনি দাস, রাজন পাল, নির্ঝর প্রকাশ, অপু মজুমদার, দেবপ্রিয়া পাল।

নাটকের নির্দেশক অরুপ বাউল বলেন, আমাদের নাটক 'সুন্দরবন' প্রকৃতিকে বাঁচানোর তাগিদে করা একটা প্রতিবাদ৷ এই করোনাকালে প্রতিবাদটি ঘরে বসেই করতে হচ্ছে। সামাজিক দূরত্ব এবং সচেতনতার প্রতি দৃষ্টি রেখে পথনাটকটি পথে না করে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে উপস্থাপন করছি। নাটকটি ডিজিটাল মাধ্যমে লাইভ আনার আমাদের এই প্রথম প্রয়াস, অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আশাকরি দর্শকরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.