Sylhet Today 24 PRINT

শুক্রবার শুরু হচ্ছে জাতীয় হাওর উৎসব

নিজস্ব প্রতিবেদক |  ১৫ অক্টোবর, ২০১৫

শুক্রবার থেকে শুরু হচ্ছে জাতীয় হাওর উৎসব-২০১৫। হাওর পাড়ের ধামাইল (হাধাপা) আয়োজিত এ উৎসব দুপুর ২টায় তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে শুরু হবে।

আয়োজকরা জানিয়েছেন, জাতীয় হাওর উৎসবের উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ. মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। আরো উপস্থিত থাকবেন শিক্ষাবিদ অধ্যাপক ড. আনোয়ার হোসেন, স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, ছবি বিশ্বাস এমপি, মুহিবুর রহমান মানিক এমপি, শাহানা রব্বানী এমপি।

হাওর পাড়ের ধামাইলের সভাপতি সজলকান্তি সরকার জানান, ২ দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানে আলোচনার অনুষ্ঠানের পাশাপাশি পরিবেশিত হবে হাওর অঞ্চলের বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। এরমধ্যে রয়েছে লাঠি খেলা, কিচ্ছা বলা, যাত্রা পালা, পুঁথিপাঠ, লোকগান, ধামাইল, লোক বাধ্যযন্ত্র মেলা, কৃষিযন্ত্র মেলা।

হাওর পাড়ের ধামাইল সংগঠনের সভাপতি সজল চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক বিমান তালুকদার ২ দিন ব্যাপী হাওর উৎসব সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.