Sylhet Today 24 PRINT

সিলেটে রাধারমণকে স্মরণ ও সংগীত উৎসব আজ

সিলেটটুডে ডেস্ক  |  ০৫ নভেম্বর, ২০১৫

মরমি কবি রাধারমণ দত্তের মৃত্যুশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সিলেট জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৩টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ একাডেমী মিলনায়তনে আয়োজন করা হয়েছে রাধারমণ স্মরণ ও সংগীত উৎসবের। অনুষ্ঠানে রাধারমণ দত্তকে নিয়ে আলোচনার পাশাপাশি থাকছে তাঁরই রচিত গান নিয়ে একক ও দলীয় পরিবেশনা।

সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেট্রোপলিটন ইউনির্ভাসিটির প্রক্টর অধ্যাপক নন্দলাল শর্মা, কবি ও গবেষক শুভেন্দু ইমাম, সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ ড. মোস্তাক আহমাদ দীন এবং জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ।

আয়োজিত অনুষ্ঠানে রাধারমণপ্রেমীসহ সকলের সবান্ধব উপস্থিত কামনা করেছেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.