Sylhet Today 24 PRINT

মঙ্গলবার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বানে সিলেটে পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক |  ০৫ মার্চ, ২০২১

কহো কানে কানে শোনাও প্রাণে প্রাণে মংগল বারতা- এমন মঙ্গলবার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বানে সিলেটে পিঠা পার্বণ উৎসবের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি।

শুক্রবার (৫ মার্চ) সকালে নগরীর কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে দিনব্যাপী এই উৎসব শুরু হয়।

মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন সিলেটের সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উৎসব মঞ্চে দিনভর সংগীত, নৃত্য, আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে অংশ নেয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

মেলার ২০ টি স্টলে বাহারি স্বাদ ও গড়নের পিঠাপুলির পসরা নিয়ে বসেন উদ্যোক্তারা।

আয়োজকেরা জানান, করোনার দীর্ঘ ধকল কাটিয়ে মানুষ সৃজনশীল জীবনযাপনে পুনরায় ফিরে আসছে। ঘুরে দাঁড়ানোর এই সময়টাতে বাঙ্গালির হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য চর্চা ও ছড়িয়ে দিতেই এমন আয়োজন।

সকাল থেকে শুরু হওয়া উৎসব চলবে রাত সাড়ে আটটা পর্যন্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.