Sylhet Today 24 PRINT

রোববার সিলেটে লালনের ‘অচিনপাখি’

নিজস্ব প্রতিবেদক |  ১৭ অক্টোবর, ২০২১

ফকির লালন সাঁইয়ের ১৩১ তম তিরোধাম দিবসে লালনের গান শুনবেন সিলেটের মানুষ। লালন চর্চার উদ্দেশ্যে গঠিত তরুণদের সংগঠন 'আরশিনগর'র আত্মপ্রকাশ উপলক্ষে এ অনুষ্ঠান "অচিন পাখি" আয়োজন করছে।

রোববার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় সিলেটের রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে এ অনুষ্ঠান শুরু হবে।

সন্ধ্যা ৬ টায় এ উৎসবের উদ্বোধন করবেন শিল্পী হিমাংশু বিশ্বাস।

এসময় হারমোনিয়াম বাজিয়ে গান গাইবেন লালন শিল্পীরা। থাকবে লালন গীতির সাথে নৃত্য। এমনটা জানিয়েছেন আয়োজকরা।
 
প্রকৃত সুরে লালনের গান সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আরশিনগরের আয়োজকরা।

আরশিনগরের তিন সংগঠক আব্দুল মালিক, উত্তম কাব্য ও বদরুল আলম জানান, বর্তমান সময়ে লালনের গানের প্রকৃত সুরের চর্চা হচ্ছে না। আধুনিকতার যুগে নানা যন্ত্রের ব্যবহারে লালনের গানের প্রকৃত মাধুর্য মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আমরা চাই লালনের সঠিক চর্চা করতে। তাই আরশিনগরের যাত্রা। আশা করি আমাদের এ যাত্রা সকলের সহযোগিতায় পূর্ণতা পায়।

তারা জানান, এই আয়োজনে সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলারও সাংস্কৃিতক প্রতিবাদ জানানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.