Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক পেলেন মোকাদ্দেস বাবুল

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জানুয়ারী, ২০২২

বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি স্মারকপদক পেয়েছেন মোকাদ্দেস বাবুল। তিনি উর্বশী আবৃত্তি পরিষদ সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলির সদস্য।

গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ‘বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব ২০২০-২০২২’ এর উদ্বোধন এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক ২০২০-২২’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীসহ দেশের ৬৪ জেলায় আয়োজিত আবৃত্তি উৎসব উদ্বোধন করেন।

অনুষ্ঠানের পদক প্রদান পর্বে সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান মোকাদ্দেস বাবুলের হাতে স্মারকপদক তুলে দেন।

একই অনুষ্ঠানে সিলেটের প্রয়াত আবৃত্তি শিল্পী হেমচন্দ্র ভট্টাচার্যকে (মরণোত্তর) স্মারকপদক প্রদান করা হয়। তাঁর ছেলে অয়ন ভট্টাচার্য স্মারকপদক গ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.