Sylhet Today 24 PRINT

নাট্যমঞ্চ’র ৭ দিনব্যাপী নাট্যোৎসব শুরু সোমবার

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ডিসেম্বর, ২০১৫

সিলেটের অন্যতম নাট্যসংগঠন নাট্যমঞ্চ সিলেট’র গৌরবের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ৭ দিনব্যাপী ‘নাট্য উৎসব ২০১৫’ এর আয়োজন করা হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫টায় সিলেটের রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে এ উৎসবের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

৭ দিনব্যাপী এ নাট্যোৎসবের মধ্য দিয়ে দীর্ঘদিন পর সিলেটের মঞ্চে নাটক পরিবেশন করবে কলকাতা থেকে আগত নাটকের দল।

উৎসবে কলকাতার ইউনিটি মালঞ্চ, ঢাকার নাট্যতীর্থ, নাট্যকেন্দ্র, শব্দ নাট্যচর্চা কেন্দ্র, প্রাঙ্গণে মোর, মনিপুরী থিয়েটার’র নাট্য প্রযোজনা ছাড়াও থাকছে উৎসব আয়োজক সংগঠন নাট্যমঞ্চ সিলেট’র নিজস্ব প্রযোজনা।

উৎসব চলাকালীন সময়ে কবি নজরুল অডিটোরিয়ামের মূলমঞ্চে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টার সময় একটি নাটক মঞ্চায়িত হবে। নাটক শুরুর আগে হল কাউন্টারে টিকেট পাওয়া যাবে।

সংগঠনের সভাপতি রজত কান্তি গুপ্ত সিলেটের সকল নাট্যকর্মী, সংস্কৃতিকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থেকে এ আয়োজন সার্থক ও সাফল্যমণ্ডিত করতে অনুরোধ জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.