নিজস্ব প্রতিবেদক | ২৮ ফেব্রুয়ারী, ২০২২
সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট আয়োজনে ও সিলেট সিটি কর্পোরেশন এর সহযোগিতায় ১৫দিন ব্যাপী মহান একুশের চেতনায় নাট্য প্রদর্শনীর তৃতীয় দিন ২৭ ফেব্রুয়ারি লিটল থিয়েটার সিলেট তাদের প্রযোজনা ভাইবে রাধারমণ নাটকটি কবি নজরুল অডিটোরিয়ামে মঞ্চস্থ করে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন উজ্জ্বল রায়, রিমি রায়, শম্পা চক্রবর্তী, রুবেল আহমদ কুয়াশা, ফাহমিদা আরা মাহমুদ, অনন্যা দাশগুপ্তা, দেবজ্যোতি দেবু, মো সাজ্জাদ হাসাইন, উত্তম কাব্য, কুতুব উদ্দিন, নয়ন সরকার, দিপীকা মালাকার, ইতি মালাকার, ফাহিম আহমদ মিল্লাত, মলয় চক্রবর্তী, চন্দন চন্দ, মো হাবিবুর রহমান ও সঞ্জিত দাশ। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন তানভীর নাহিদ খান। পরিকল্পনা ও প্রয়োগে ছিলেন মো. আব্দুল কাইয়ুম মুকুল।
রাধারমণ দত্তের দর্শন আমাদের অনুপ্রাণিত করেছে। মানুষকে ভালবাসা এবং একজন সত্যিকারের মানুষ হয়ে উঠার যে চর্চার কথা তিনি বলতে চেয়েছিলেন নানা ভাবে, বর্তমান সময়ে সেই চর্চা আমাদের খুব প্রয়োজন। বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করতে যেসকল সাধক,বাউল,চারণকবির অবদান আছে রাধারমণ দত্ত তাদের মধ্যে একজন। খুবই অবাক হতে হয় যখন দেখি শুধুমাত্র ধামাইল গানের মাঝেই একজন রাধারমণ সীমাবদ্ধ আছেন, তখন আমাদের মননে আঘাত লাগে। জমিদার পরিবারের সন্তান থেকে সাধক কবি হয়ে উঠার যাত্রাটা সহজ ছিলোনা তার। কুলিন পরিবারের সন্তান যখন নীচু শ্রেনীর মানুষের সাথে মিশতে যান, সামাজিকভাবে অনেক প্রতিবন্ধকতা আসে। অনেকক্ষেত্রে তিরস্কৃত হতে হয়। এক সময় স্ত্রী - পুত্রদের হারিয়ে হাওড় পাড়ে আশ্রয় নেন। প্রেম, শোক, বিচ্ছেদ পেরিয়ে সাধারণ মানুষ থেকে সাধক কবি হয়ে উঠার সংক্ষিপ্ত রচনা ‘ভাইবে রাধারমণ’।
নাটক মঞ্চায়ন শেষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে নাট্যদল কে সন্মাননা জানান সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন ও প্রাক্তন সভাপতি নিরঞ্জন দে যাদু। সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এর পরিচালনায় ধন্যবাদ জ্ঞাপন করেন নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু।
আজ ২৮ ফেব্রুয়ারি মহান একুশের আলোকে নাট্য প্রদর্শনীর চতুর্থ দিন থিয়েটার মুরারিচাদ পানিবালা নাটকটি মঞ্চায়ন করবে। আগামী ১০ মার্চ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটায় কবি নজরুল অডিটোরিয়ামে মহান একুশের আলোকে নাট্য প্রদর্শনীতে নাটক মঞ্চায়ন হবে।রিকাবীবাজার অডিটোরিয়াম প্রাঙ্গন মুখরিত হয়ে উঠেছে নাট্যমোদী দর্শকদের পদচারনায়।