Sylhet Today 24 PRINT

২৭ ডিসেম্বর থেকে মুন্সিগঞ্জে সাধুসঙ্গ

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ডিসেম্বর, ২০১৫

ফাইল ছবি

আগামী ২৭ ডিসেম্বর(রোববার) থেকে মুন্সিগঞ্জে শুরু হতে যাচ্ছে দুই দিন ব্যাপী লালন শাহ বটতলা পদ্মহেম ধামের বার্ষিক সাধুসঙ্গ।

১১ তম এই সাধুসঙ্গ ২৭ ডিসেম্বর দুপুর ২টায় উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধক হিসেবে আরো উপস্থিত থাকবেন মুন্সিগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ। ২৮ ডিসেম্বর সোমবার উৎসবটি সমাপনি হবে।  

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, সিরাজদি খান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, সুইস বেকারির ব্যবস্থাপনা পরিচালক উলফত কাদের। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল।

আয়োজকরা জানান বিকলা ৩টায় দরবেশ নহির সাহ লালনের আগমনী বাণীর মাধ্যমে মূল আসর শুরু করবেন। এরপর থেকেই শুরু হবে লালন বাণী পরিবেশনের অনুষ্ঠান।

দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানে লালনের বাণী ও দর্শন পরিবেশন করবেন নহির সাহ, রব ফকির, টুনটুন বাউল, সাধন দাস, আরিফ বাউল, মহরম ফকির, ওয়াজ ফকির, বুড়ি ফকিরিনি প্রমুখ। এছাড়াও সারাদেশের সাধুগুরুরা এ সাধুসঙ্গে উপস্থিত হবে। সাধুসঙ্গ সব শ্রেণী পেশা মানুষের জন্য উন্মুক্ত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.