Sylhet Today 24 PRINT

একুশের আলোকে নাট্য প্রদর্শনী সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক |  ০৭ মার্চ, ২০২৪

সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত একুশের আলোকে নাট্য প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিলেটের বিভাগীয় কমিশনার জনাব আবু আহমেদ সিদ্দিকী বলেন, ভাষার মাসে শুরু হয়ে নাট্য প্রদর্শনী মহান স্বাধীনতার মাসে শেষ হলো, এটি নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ,শহিদের রক্তের ঋণ আমারা শোধ করতে পারবো না।

তিনি বলেন,নাটকের মধ্য দিয়ে মানুষের মূল্যবোধ কে জাগিয়ে তোলা হয়,দেশ ও দশের কথা,মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশর অগ্রগতির কথা তুলে ধরা যায়।তিনি বলেন,বায়ান্ন ও একাত্তরের চেতনাকে নাট্যকর্মীরা নিরলসভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে।সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত একুশের আলোকে নাট্য প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি রজত কান্তি গুপ্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদের পরিচালনায়  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোবারক হোসেন,সংবর্ধিত ব্যাক্তিত্ব এড্ লুৎফুল মজিদ, লোক সংস্কৃতি গবেষক সুমনকুমার দাশ, প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন।

 গত ২৭ ফেব্রুয়ারী ১০দিনব্যাপী নাট্য প্রদর্শনী শুরু হয়।  সিলেট সিটি করপোরেশনের এর পৃষ্ঠপোষকতায়,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন সিলেট এর সহযোগিতায়

প্রতিদিন সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হয় নাটক। বিকাল পাঁচটায় কবি নজরুল অডিটোরিয়াম মুক্তমঞ্চে নাট্য প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিলেটের বিভাগীয় কমিশনার জনাব আবু আহমে সিদ্দিকী, এনডিসি, বিশেষ সন্মাননা তুলে দেন সিলেটের সাংস্কৃতিক আন্দোলনে বিশেষ অবদান রাখা সারদা স্মৃতি ভবন প্রতিষ্ঠাতা দাতা পরিবার কে।এছাড়াও নাটকে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ নাট্য পরিষদ সন্মাননা গ্রহণ করেন, প্রবীন নাট্যজন এডভোকেট লুৎফুল মজিদ চৌধুরী,ফোকলোরে বাংলা একাডেমির সম্মানজনক পদক প্রাপ্তি তে সুমনকুমার দাশ কে নাট্য পরিষদ সন্মাননা জানায়, অংশগ্রহণকারী নাট্য দল সমূহকে দেয়া হয় উৎসব স্মারক।

একুশের আলোকে নাট্য প্রদর্শনীর দশম ও শেষ  দিনে মঞ্চস্থ হয় নাট্যমঞ্চ সিলেট এর নাটক সুখের খোঁজে সুখলাল, নাটকে বিভিন্ন চরিত্রে  অভিনয় করেন.... আলো খোয়াজ রহিম সবুজ, আবহ সংগীত মারজান চৌধুরী,মাছুম আহমেদ, নাটক শেষে নাট্য দলকে সন্মাননা জানান বিশিষ্ট সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন ও পরিচালক অনুপ কুমার দেব। উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সহ-সভাপতি জয়শ্রী দাস জয়া,  যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছ আহমেদ তন্ময়,অর্থ সম্পাদক অচিন্ত কুমার দেব , নির্বাহী সদস্য তন্ময় নাথ তনু,রিয়াজুর রাব্বি।

সিলেটের নাট্যমোদী দর্শকের বিপুল উৎসাহে পদচারণায় কবি নজরুল অডিটোরিয়াম ছিলো মুখরিত।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি রজত কান্তি গুপ্ত ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ এক বিবৃতিতে সিলেটের সাংস্কৃতিক অঙ্গন সহ সকল নাট্যমোদী দর্শক ও শুভানুধ্যায়ীদের একুশের আলোকে নাট্য প্রদর্শনী সফল ও স্বার্থক করে তোলার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.