Sylhet Today 24 PRINT

যাত্রা শুরু করলো সিলেট ফিল্ম সোসাইটি

সিলেটটুডে ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০১৬

চলচ্চিত্র শিল্পের বিকাশ, শিক্ষা, চর্চা, প্রশিক্ষণ, নির্মাণ, উন্নয়ন, প্রদর্শন, চলচ্চিত্র আন্দোলন ও দেশীয় সংস্কৃতিকে বাঙালী জাতির ইতিহাস, ঐতিহ্য এবং মহান মুক্তিযোদ্ধের অঙ্গিকারের আলোকে গ্রহণ করার লক্ষ্যে সিলেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সিলেট ফিল্ম সোসাইটি।

বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে উদ্বোধন ঘটে। সংগঠনের আহ্বায়ক নিরঞ্জন দে’র সভাপতিত্বে আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিষ্টার মোহাম্মদ আরশ আলী।

আলোচনার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্যসচিব অসিত বরণ দাশ গুপ্ত। সংগঠনের সদস্য আবু বকর আল আমীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মণ, বিশিষ্ট চারু ও সঙ্গীতশিল্পী হ্যারল্ড রশীদ চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি ফরিদ আহমদ ও নর্থ ইস্ট ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের এডভাইজার ডা. আরিফুর রহমান। আলোচনা পর্ব শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সদস্য নাজিকুল হক রানা।


অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা সিলেট বিভাগীয় সভাপতি অনিল কিষন সিংহ, শিশু একাডেমীর সাবেক জেলা সংগঠক মাহবুবুজ্জামান চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদের প্রাক্তন পরিচালক চম্পক সরকার, প্রাক্তন সাধারণ সম্পাদক আফজাল হোসেন, এটিএন বাংলা যুক্তরাজ্য শাখার ব্যবস্থাপক নেসওয়ার আহমেদ প্রমুখ।

সিলেট ফিল্ম সোসাইটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশনা শেষে প্রদর্শিত হয় নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র গেরিলা।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.