Sylhet Today 24 PRINT

ভারতের খাজুরাহ নৃত্য উৎসবে বাংলাদেশের মণিপুরি নাচ

নিউজ ডেস্ক |  ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

ভারতের মধ্যপ্রদেশে খাজুরাহ নৃত্য উৎসবে অংশ নিচ্ছেন বাংলাদেশের শিল্পীরা। বাংলাদেশের মণিপুরি নাচ নিয়ে সাধনা ও মণিপুরি থিয়েটারের ধ্রুমেল প্রকল্পে অংশ নেওয়া শিল্পীরা মঞ্চায়ন করবেন ‘রাধারানীর অষ্টপ্রহর’ নামের একটি নৃত্যনাট্য। এটি পরিচালনা করেছেন সুইটি দাস চৌধুরী।

খাজুরাহ নৃত্য উৎসবে বাংলাদেশের মণিপুরি নাচ

সুইটি দাস জানান, ‘ভারতের মধ্যপ্রদেশের ‘খাজুরাহ ড্যান্স ফেস্টিভ্যাল’ খুবই সম্মানজনক একটি উৎসব। নাচ নিয়ে আয়োজিত কিছু আন্তর্জাতিক উৎসবের মধ্যে এ উৎসবটি অন্যতম। এতে অংশ নেওয়া প্রত্যেক নৃত্যশিল্পীর জন্যই দারুণ সম্মানের। সেই সম্মানজনক উৎসবেই এবার অংশ নিচ্ছেন বাংলাদেশের শিল্পীরা।’

সুইটি দাস বলেন, ‘মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার স্থানীয়দের কাছ থেকে তাদের ঐতিহ্যবাহী মণিপুরি নাচ ও গান পুনরুদ্ধার করে সেখানকার শিল্পীদের নিয়েই এটি তৈরি করা হয়েছে। আমরা চাই বাংলাদেশের মণিপুরি নাচের ধরণ সবার সামনে তুলে ধরতে। এই নৃত্যনাট্যে কমলগঞ্জের শিল্পীরাও যুক্ত আছেন। এমনকি নৃত্যনাট্যের গানগুলোও কমলগঞ্জের শিল্পীদের দিয়েই করানো হয়েছে।’

আগামী ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ১৭ জন শিল্পী খাজুরাহ নৃত্য উৎসবে ‘রাধারানীর অষ্টপ্রহর’ মঞ্চায়ন করবেন। এর আগে বুধবার সন্ধ্যায় ধানমণ্ডির ছায়ানট মিলনায়তনে নৃত্যনাট্যটি মঞ্চায়ন হয়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.