Sylhet Today 24 PRINT

নান্দিক নাট্যদলের ৫ দিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক |  ০৭ মার্চ, ২০১৬

অসুস্থ মানসিকতা নয় সুস্থতাই নান্দিকের কাম্য- এই স্লোগান নিয়ে প্রতিষ্ঠিত সিলেটের নাট্য সংগঠন নান্দিক নাট্যদল সিলেটের ২৫ বছর পূর্তিতে সোমবার সন্ধ্যা পৌণে ৬টায় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে শুরু হলো ৫দিন ব্যাপী নাট্যোৎসবের।

সংগঠনের নাট্যকর্মী কনোজ চক্রবর্তী বুলবুলের সভাপতিত্বে অডিটোরিয়ামের মুক্তমঞ্চে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ।

অন্যান্যদের বক্তব্য রাখেন সুনির্মল কুমার দেব, আবৃত্তি শিল্পী ভাষ্কর বন্দোপাধ্যায়, নাট্যাভিনেত্রী নিমা রহমান, নাট্য নির্দেশক সুদ্বীপ চক্রবর্তী, নাট্য পরিষদের প্রধান পরিচালক নিজাম উদ্দিন লস্কর, সামসুল আলম সেলিম, রজত কান্তি গুপ্ত, সুপ্রিয় দেব শান্ত। এর পরপরই নৃত্য পরিবেশন করে ছন্দ নৃত্যালয়ের শিল্পীরা।

আনন্দলোক সিলেটের শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অডিটোরিয়ামের মূল মঞ্চে নাটক পরিবেশন করে আয়োজক সংগঠন নান্দিক নাট্যদল, সিলেট। বিধায়ক ভট্টাচার্যের রচনায় ও নাহিদ পারভেজ বাবুর নির্দেশনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন অমিত ত্রিবেদী, হিমাংশু দত্ত হিমু, মাধব কর্মকার, শহিদুল ইসলাম জীবন, তানিয়া পারভীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে আবুল ফতেহ ফাত্তাহ বলেন, সাংস্কৃতিক চেতনাকে প্রাঞ্জলিত করতে কাজ করছে নান্দিক নাট্যদল। আত্মিক চিন্তা মেধা মননে বলিয়ান হয়ে সব সময়ই নান্দিক নাট্যদলের কর্মীরা কাজ করে থাকে। সংলাপের সাথে কাজ করে বলেই নাট্য কর্মীদের অনেক পরীক্ষা দিতে হয়। আমরা এখন পরিবর্তিত পরিস্থিতির সহযাত্রী। নাট্যকর্মীদের চিন্তা চেতনা মননে বিশ্বাস মানুষকে উজ্জিবিত করে মানুষের কল্যাণে নিবেদিত করে যুব সমাজকে এগিয়ে নিয়ে যায়। নান্দিকের নিরন্ত্রণ পথ চলা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আজ মঙ্গলবার উইলিয়াম শেক্সপিয়ারের রচনায়, সৈয়দ শামসুল হকের অনুবাদে ও সুদীপ চক্রবর্র্তীর নির্দেশনায় কবি নজরুল অডিটোরিয়ামে পরিবেশিত হবে নাটক ম্যাকবেথ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.