Sylhet Today 24 PRINT

নাট্যজন ম. শমসের হোসেইন স্মরণে নাট্য পরিষদের শোক সভা

সিলেটটুডে ডেস্ক |  ২১ মে, ২০১৬

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত নাট্যজন ও নাট্য পরিষদের প্রাক্তন পরিচালক ম. শমসের হোসেইন এর শোকসভায় বক্তরা বলেন, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাঙ্গালি সংস্কৃতির বিকাশ ও সুস্থ ধারার নাট্য চর্চায় যে কয়জন নাট্যজন কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম একজন সংগঠক ছিলেন ম. শমসের হোসেইন।

বক্তারা বলেন, সিলেটের নাট্য চর্চার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। এই সমৃদ্ধ নাট্যচর্চায় বিভিন্ন প্রতিকূল সময় পার করেছে এখানকার নাট্যকর্মীরা। দেশের যেকোন ক্রান্তিকালে নাট্য কর্মীদের অবদান সমাজে প্রশংসিত। তারা বলেন, সিলেটের নাট্যাঙ্গনে শমসের হোসেইনের অবদান নাট্যকর্মীরা কোনদিন ভুলে যাবে না। তাঁর শূণ্যস্থান কখনও পূরণ হবার নয়। বক্তারা বলেন, শমসের হোসেইন এর মৃত্যু হলেও তাঁর আদর্শ ও চেতনার কখনও মৃত্যু হবে না। তিনি বেঁচে থাকবেন এখানকার নাট্যকর্মীদের হৃদয়ে তাঁর কর্মের মধ্য দিয়ে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সম্মিলিত নাট্য পরিষদের স্থায়ী মহড়া কক্ষ সারদা হলে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন নাট্য পরিষদের প্রধান পরিচালক বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর। নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্তের সঞ্চালনায় শোক সভার শুরুতেই প্রয়াত শমসের হোসেইনের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন পরিষদের নির্বাহী সদস্য ইন্দ্রানী সেন শম্পা। জীবনী পাঠের পর দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শোক সভায় আলোচনায় অংশ নেন ও উপস্থিত ছিলেন- সম্মিলিত নাট্য পরিষদের প্রাক্তন প্রধান পরিচালক ব্যারিস্টার মোঃ আরশ আলী, প্রাক্তন পরিচালক মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানা, প্রাক্তন পরিচালক অরিন্দম দত্ত চন্দন, চম্পক সরকার, পরিষদের পরিচালক নিরঞ্জন দে যাদু, রওশন আরা মনির রুনা, প্রাক্তন সভাপতি সৈয়দ মনির হেলাল, সাধারণ সম্পাদক শামসুল বাসিত শেরো, নাট্য পরিষদের সভাপতি অনুপ কুমার দেব, নাট্য সংগঠক আশুতোষ ভৌমিক বিমল, এনামুল মুনির, মু. আনোয়ার হোসেন রনি, রাকেশ ভট্টাচার্য, পরিষদের সহ সভাপতি খোয়াজ রহিম সবুজ, সাবেক যুগ্ম সম্পাদক সুপ্রিয় দেব পুরকায়স্থ শান্ত, পরিষদর কার্যকরী কমিটির যুগ্ম সম্পাদক মোস্তাক আহমদ, প্রচার সম্পাদক সাইফুর রহমান চৌধুরী সুমন, নির্বাহী সদস্য রকিবুল হাসান রুমন, ইসমাইল হোসেন তাপাদার, পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন- মাহমুদ হোসেন নাঈম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.