Sylhet Today 24 PRINT

জন্মদিনে ভালোবাসায় সিক্ত শিল্পী অরবিন্দ দাশগুপ্ত

‌'শিল্পের লক্ষ্যই হলো সৌন্দর্য সৃষ্টি। আনন্দ লাভ'

নিজস্ব প্রতিবেদক |  ১৫ মার্চ, ২০১৫

জন্মদিনে শুভানুধ্যায়ী, শিল্পানুরাগী ও শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হলেন সিলেটের প্রবীন চিত্রশিল্পী অরবিন্দ দাশগুপ্ত। রবিবার ৬২ তে পা দেন এই গুণী শিল্পী। এ উপলক্ষ্যে তাঁকে নিয়ে অন্তরঙ্গ আড্ডার আয়োজন করে নগরীর শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস।

অনুষ্ঠানে চারুকলার এই শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানান তাঁর শুভানুধ্যায়ী ও শিক্ষার্থীরা। ব্যক্তি অরবিন্দ দাশ ও তাঁর শিল্পীজীবন নিয়ে আলোচনায়ও অংশ নেন উপস্থিতত সুধীজনরা।

জন্মদিনে ভালোবাসার জবাবে অরবিন্দ দাশগুপ্ত বলেন, শিল্পের লক্ষ্যই হলো সৌন্দর্য সৃষ্টি। আনন্দ লাভ। যে আনন্দ খুঁজে পেতে জানে না তার থেকে দুঃখি আর কেউ হতে পারে না।

তিনি বলেন, ছোটবেলার দেখা প্রকৃতির সৌন্দর্যই আমাকে শিল্পী হতে আগ্রহী করেছে। শিল্পী করে তুলেছে।

অরবিন্দ দাশগুপ্ত বলেন, আজ যে ভালোবাসা ও সম্মান আমাকে প্রদান করা হলো আমি জীবনভর তা মনে রাখবো এবং এর প্রতিদান দিতে চেষ্টা করবো।

অরবিন্দ দাশগুপ্তকে কেন্দ্র করে আয়োজিত এই আড্ডায় কবি একে শেরাম, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অম্বরিষ দত্ত, নাট্য ব্যক্তিত্ব শামসুল বাসিত শেরো, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিতবরণ দাশগুপ্ত, ইসমাইল গণি হিমনসহ জেলা শিল্পকলা একাডেমীর চারুকলার শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন অনামিকা দাশ।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.