Sylhet Today 24 PRINT

নেত্রকোনায় ২ দিনব্যাপী ‘করিম উৎসব’ শুরু ২৯ জুলাই

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুলাই, ২০১৬

বাউল সাধক শাহ আবদুল করিমের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আগামী ২৯ ও ৩০ জুলাই নেত্রকোণা জেলার পাবলিক হলে উদযাপিত হবে ‘করিম উৎসব’। ২ দিনব্যাপী এ উৎসবের আয়োজক জাতীয় শাহ আবদুল করিম জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি।

২৯ জুলাই বিকেল ৫টায় দু’দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করবেন শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার। বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শফি আহমেদ। প্রথম দিনে বাউল আব্দুল করিমের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন নেত্রকোণা সরকারি কলেজের সহকারী অধ্যাপক কবি সরোজ মোস্তফা ও রাজুর বাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গোলাম মোস্তফা। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় শাহ আবদুল করিম জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ।

৩০ জুলাই সমাপনী দিনে বিকেল ৫টায় আলোচক হিসেবে থাকবেন জাতীয় শাহ আবদুল করিম জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান আরিফ ও নেত্রকোণার পুলিশ সুপার জয়দেব চৌধুরী। সভাপতিত্ব করবেন জাতীয় শাহ আবদুল করিম জন্মশতবার্ষিকীর নেত্রকোণা উদযাপন কমিটির আহবায়ক আ ফ ম রফিকুল ইসলাম খান আপেল।

দুই দিনের এ উৎসবে ঢাকা, সুনামগঞ্জ ও নেত্রকোণার শিল্পীরা বাউল সম্রাটের গান পরিবেশন করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.