Sylhet Today 24 PRINT

বিদ্রোহী কবির ৪০তম মৃত্যুবার্ষিকী আজ

সিলেটটুডে ডেস্ক |  ২৭ আগস্ট, ২০১৬

তাঁর অগ্নিঝরা কণ্ঠ সব সময় আওয়াজ তুলেছে শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে। সমাজের সব অন্যায়ে বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। তিনি প্রেম ও বিদ্রোহকে একাকার করে বাংলা সাহিত্য ও সংগীতে যোগ করেছেন নতুন মাত্রা। তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুলর ইসলাম। আজ তাঁর ৪০তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে (১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র) তিনি ঢাকায় পিজি হাসপাতালে (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) শেষনিঃশ্বাস ত্যাগ করেন। আজ শ্রদ্ধা ও ভালোবাসায় মানুষ স্মরণ করছে তাঁকে।

শোষিত-বঞ্চিত মানুষের মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে যাওয়া এ কবি যেমন আপোষ করেননি অন্যায় অবিচারের প্রতি তেমনি মাথা নত করেননি লোভ-লালসা, খ্যাতি, অর্থ, বিত্ত-বৈভবের কাছে।

১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (১৮৯৯ খ্রিষ্টাব্দের ১৪ মে) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। বাবা কাজী ফকির আহমেদ, মা জাহেদা খাতুন। ১৯৭২ সালের ২৪ মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়। দেয়া হয় জাতীয় কবির মর্যাদা। মৃত্যুর আগ পর্যন্ত এখানেই ছিলেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.