Sylhet Today 24 PRINT

লিটল থিয়েটার সিলেটের নাট্য কর্মশালা শুরু হচ্ছে ১৮ এপ্রিল

কর্মশালায় অংশগ্রহনেচ্ছুরা ফরম সংগ্রহ করতে পারবেন নজরুল অডিটরিয়াম থেকে

সিলেটটুডে ডেস্ক |  ৩০ মার্চ, ২০১৫

 

 

লিটল থিয়েটার, সিলেট প্রযোজনা কেন্দ্রিক নাট্য কর্মশালার আয়োজন করেছে। কর্মশালার প্রথম পর্যায় শুরু হবে আগামী ১৮ এপ্রিল। প্রতিদিন বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা ১৫ দিন ব্যাপী এই কর্মশালা শেষ হবে ২ মে।

কর্মশালায় নাটক রচনা প্রসংগ, বাংলা নাটক স্বাধীনতা উত্তর ও পরবর্তী, স্বর সাধন, স্বর প্রক্ষেপন, উচ্চারন, নাটকে শরীর চর্চ্চা, সেট, আলো, মিউজিক, মেকাপ, কসটিউম, সংগীত, কম্পোজিশন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষন দেওয়া হবে। পরবর্তীতে কর্মশালায় অংশগ্রহনকারীদের মধ্য থেকে বাছাইকৃতদের নিয়ে ২য় পর্যায়ের কর্মশালা ও নাটক মঞ্চায়নে মাধ্যমে কর্মশালা শেষ হবে।

যারা কর্মশালায় অংশগ্রহন করতে আগ্রহী তাদেরকে আগামী ১ এপ্রিল থেকে প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত রিকাবীবাজারস্থ কবি কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করে জমা দিতে পারবেন।

উল্লেখ্য, সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট এর অর্ন্তভুক্ত সংগঠনের সদস্য/সদস্যা এবং সিলেটের অন্য কোন নাট্য সংগঠনের সদস্য/সদস্যা এ কর্মশালায় অংশগ্রহন করতে পারবেন না।

 

 

 

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.