Sylhet Today 24 PRINT

সিলেটে সম্মিলিত নাট্য পরিষদের ৬ দিনব্যাপী নাট্যোৎসব

৩ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত চলা এ নাট্যোৎসবের উদ্বোধন করবেন বিশিষ্ট নাট্যজন শিমুল ইউসুফ।

সিলেটটুডে ডেস্ক |  ৩১ মার্চ, ২০১৫

‘মানবিক বোধে, হোক প্রতিরোধে, সন্ত্রাস নির্মুল’ মূলমন্ত্রে সিলেটের নাটকের দলগুলোর জোট সংগঠন সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট বরাবরের মত এবারও আয়োজন করছে একুশের চেতনায় নাট্যোৎসবের।

৩ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত চলা এ নাট্যোৎসবের উদ্বোধন করবেন  বিশিষ্ট নাট্যজন  শিমুল ইউসুফ।  আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একই সাথে উন্মোচন করা হবে কবি নজরুল অডিটোরিয়াম ও মুক্তপ্রাঙ্গণের ফলক। ছয়দিনব্যাপী এ নাট্যোৎসবে প্রতিদিন সন্ধ্যা সাতটায় থাকছে একটি করে নাটক।

কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তপ্রাঙ্গণের মঞ্চে ৩এপ্রিল বিকেল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হবে এ নাট্যোৎসবের। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকে উপজীব্য করে পরিবেশিত হবে নাচ ও গান।

প্রথম দিন সন্ধ্যায় পরিবেশিত হবে স্বদেশ দীপক’র রচনায়, নন্দিত নাট্যকার এস. এম. সোলায়মান’র রূপায়নে ও আমিনুল ইসলাম লিটনের নির্দেশনায় কথাকলি সিলেট’র প্রযোজনায় নাটক ‘কোর্ট মার্শাল’। স্বাধীনতা পরবর্তী সেনাবাহিনী কর্মরত একজন মুক্তিযোদ্ধার জীবনকে উপজীব্য করে নাটকটি রচিত।

নাট্যোৎসবের দ্বিতীয় দিন ৪এপ্রিল সন্ধ্যায় থাকছে নাট্যাচার্য সেলিম আল দীন রচিত মনতোষ হাজরা পিংকু নির্দেশিত নাটক ‘বাসন’।  গ্রামীণ পটভূমিতে পূর্বপুরুষের গর্বে গর্বিত এক দরিদ্র কৃষকের সংগ্রাম, নাটক বাসন।

তারপর দিন সন্ধ্যায় শাবিপ্রবি’র নাট্যদল, থিয়েটার সাস্ট’র প্রযোজনায় নাটক ‘এ নিউ টেস্টামেন্ট অব রোমিও এন্ড জুলিয়েট’। নাটকটি লিখেছেন সাইমন জাকারিয়া আর নির্দেশনা প্রদান করেছেন মো. আরাফাত জাহান।

৬এপ্রিল থাকছে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট’র প্রযোজনার নাটক ‘ঝুঁকি’র প্রথম মঞ্চায়ন। নাট্য পরিষদের প্রধান পরিচালক নাট্যজন নিজামউদ্দিন লস্কর’র রচনা ও নির্দেশনায় এ নাটকের কারিগরি মঞ্চায়নের পর এটাই হবে প্রথম সফল মঞ্চায়ন। নাটকটি একদল তরুণ নাট্যকর্মীর জীবন সংগ্রামের খন্ডচিত্রের মঞ্চায়িত রূপ।

৭ এপ্রিল থাকছে নাট্যায়ন সিলেট’র প্রযোজনা দেশবরেণ্য নাট্যকার আব্দুল্লাহ আল মামুনের নাটক ‘এখনও ক্রীতদাস’। নাটকটির নির্দেশনা দিয়েছেন মনির আহমদ।

নাট্যোৎসবের শেষদিন সন্ধ্যায় পরিবেশিত হবে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, সিলেট জেলা সংসদের প্রযোজনার নাটক ‘আবের পাঙ্খা লৈয়া’। বদরুজ্জামান আলমগীর এর রচনায় নাটকটির নির্দেশনা প্রদান করেন রতন দেব।

সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট’র ৬ দিনব্যাপী একুশের চেতনায় নাট্যোৎসবের সহযোগিতায় থাকছে সিলেট সিটি কর্পোরেশন। প্রতিদিন নাটক শুরুর আগে হল কাউন্টারে পাওয়া যাবে নাটকের টিকেট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.