Sylhet Today 24 PRINT

সিলেটে সৈয়দ শামসুল হক স্মরণ শুক্রবার

প্রাঙ্গণে মোর মঞ্চায়িত করবে সৈয়দ হকের নাটক ‘ঈর্ষা’

নিজস্ব প্রতিবেদক |  ১৪ নভেম্বর, ২০১৬

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক স্মরণে শুক্রবার কর্মসূচি গ্রহণ করেছে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট। সিলেটে রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে স্মরণ করা হবে বাংলা সাহিত্যের সদ্যবিদায়ী এ শক্তিমান লেখককে।

শুক্রবার বিকেলে লেখকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে শুরু হবে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক স্মরণ। তারপর প্রদর্শিত হবে লেখককে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র।

সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে কবি নজরুল অডিটোরিয়ামের মূল মঞ্চে মঞ্চস্থ হবে সৈয়দ শামসুল হক রচিত ও অনন্ত হিরা নির্দেশিত মঞ্চনাটক ‘ঈর্ষা’। ঢাকার থিয়েটার দল প্রাঙ্গণে মোর নাটকটি মঞ্চায়ন করবে, যার প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত জানান, সৈয়দ শামসুল হক বাংলা সাহিত্যের এক অনন্য নক্ষত্র যার মৃত্যুতে যে শূণ্যতা সৃষ্টি হয়েছে, তা কখনোই পুরণ হবার নয়। সব্যসাচী এ লেখকের প্রতি সম্মান জানাতেই আমাদের এ আয়োজন।

উল্লেখ্য, বাংলা সাহিত্যের এ সব্যসাচী লেখক গত ২৭ সেপ্টেম্বর ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন। বিংশ শতাব্দীর শেষাভাগের সক্রিয় সাহিত্যিক সৈয়দ হক কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদ তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাঁকে 'সব্যসাচী লেখক' বলা হয়।

প্রায় ৬২ বছরে চিরবিদায় নেয়া সৈয়দ শামসুল হক মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেছিলেন। বাংলা একাডেমী পুরস্কার পাওয়া সাহিত্যিকদের মধ্যে তিনিই সবচেয়ে কম বয়সে এ পুরস্কার লাভ করেন। এছাড়া বাংলা সাহিত্যে অবদানের জন্য ১৯৮৪ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক এবং ২০০০ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.