Sylhet Today 24 PRINT

‘সবুজ দ্বীপে মরণ ঘাঁটি ভালো লাগে না’ : মৃত্যুবার্ষিকীতে সঞ্জীবসন্ধ্যা আজ

নিজস্ব প্রতিবেদক |  ১৯ নভেম্বর, ২০১৬

কথা বলবো না/ আগের মতো কিছু নেই/ ঘরে ফিরবো না/ ঘরে ফেরার কিছু নেই’, ‘বুক জুড়ে এই বেজান শহর/ হা হা শূন্য আকাশ কাঁপাও/ আকাশ ঘিরে শঙ্খচিলের শরীর চেরা কান্না থামাও/ সমুদ্র কী তোমার ছেলে/ আদর দিয়ে চোখে মাখাও’- এমন অসংখ্য গানের শিল্পী সঞ্জীব চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী আজ শনিবার (১৯ নভেম্বর)।

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ২০০৭ সালের ১৯ নভেম্বর রাতে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। তার সৃষ্ট অজস্র গান এখনও নবীনদের অনুপ্রেরণা বলে মনে করেন এ প্রজন্মের অনেক সংগীতশিল্পী।

সঞ্জীব চৌধুরী একটা নাম। একটা ভালবাসার অভিমান। বুকের ভেতর একটা আকাশ সমান বাঁধ ভাঙা চিৎকার। মহাকালের পাঁজর থেকে বড় অকালে নিভে যাওয়া একটি নক্ষত্র। তাঁর গাওয়া "কান্নাকাটি হল্লাহাটি ভালো লাগে না/ সবুজ দ্বীপে মরণ ঘাঁটি ভালো লাগে না/ দুঃস্বপ্ন ছাওয়া মাটি ভালো লাগে না/ এই অন্ধকারে বসতবাটি ভালো লাগে না"- এ গানের মধ্যস্থিত "সবুজ দ্বীপে মরণ ঘাঁটি ভালো লাগে না" বাক্যের শিরোনামে এক গানের আসর বসবে আজ শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর সারদা হলের মহড়া কক্ষে। চলবে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা অবধি।

আয়োজকদের পক্ষে অরূপ বাউল বলেন, প্রেম ও দ্রোহের শক্তিমান কণ্ঠস্বর সঞ্জীব চৌধুরী হৃদয়ে হৃদয় বুনে দেওয়ার এক শক্তিমান কারিগর। তাঁর গান যেমন দ্রোহের তেমনি প্রেমেরও। বিরলপ্রজ এ শক্তিমান শিল্পীকে তাই আমরা স্মরণ করব গান আর কথামালায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা সঞ্জীব চৌধুরী আশির দশকে সাংবাদিকতা শুরু করেন। সেসময়ই ‘শঙ্খচিল’ নামের দলে সংগীতচর্চা শুরু হয় তার। এরপর ১৯৯৬ সালে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গে বর্তমানের শীর্ষস্থানীয় ব্যান্ড ‘দলছুট’ গঠন করেন। পরবর্তীতে সঞ্জীব চৌধুরীর কথা ও বাপ্পার সংগীতায়োজন দলটিকে ভিন্ন মাত্রা দেয়।

ধারাবাহিকসহ বেশ কয়েকটি নাটকেও তিনি অভিনয় করেছেন। লিখেছেন অনেক গল্প ও কবিতা। তার সুর ও গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে আছে ‘বায়স্কোপ’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’, ‘আমি তোমাকে বলে দিব’, ‘সাদা ময়লা রঙ্গিলা পালে আউলা বাতাস’, ‘চোখ’, ‘তখন ছিল ভীষণ অন্ধকার’, ‘আহ ইয়াসমিন’, ‘রিকশা’, ‘কথা বলব না’।

তার গাওয়া বাউল শাহ আবদুল করিমের লেখা ‘গাড়ি চলে না’ এবং ‘কোন মেস্তরি বানাইয়াছে নাও’ গান দুটিও বেশ প্রশংসিত।

সঞ্জীব চৌধুরী ২৫ ডিসেম্বর ১৯৬৪ সালে বাংলাদেশের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেন। এরপর ঢাকার বকশী বাজার নবকুমার ইন্সটিটিউটে নবম শ্রেণীতে ভর্তি হন। এখান থেকে ১৯৭৮ সালে মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় ১২তম স্থান অর্জন করেন।

১৯৮০ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেও মেধা তালিকায় স্থান করে নেন তিনি। তার বাবা ননী গোপাল চৌধুরী এবং মা প্রভাষিণী দেবী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.