Sylhet Today 24 PRINT

অপূর্ব শর্মার মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা ‌নিয়ে শাবিতে সেমিনার

নিজস্ব প্রতিবেদক  |  ০৮ ডিসেম্বর, ২০১৬

লেখক অপূর্ব শর্মার মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণাগ্রন্থ নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়।  'অপূর্ব শর্মার মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা : প্রান্তজনের কথা'- শীর্ষক এই সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন শাবি বাংলা বিভাগের ৩য় বর্ষ ২য় সেমিস্টারের প্রিয়াংকা বণিক, সাবরিনা আহমদ, আফসানা শারমিন ও সাহেদ আহমদ।

বুধবার অনুষ্ঠিত এই সেমিনারের তত্ত্বাবধায়ক ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক ডক্টর মো.জফির উদ্দিন।

সেমিনার নিয়ে অপূর্ব শর্মা তাঁর ফেসবুকে লিছেন, একজন লেখক হিসেবে এই আয়োজন আমার কাছে অনেক গৌরবের ব্যাপার। আমি মনে করি, এই সেমিনার মুক্তিযুদ্ধ নিয়ে আমার কর্মের মূল্যায়নও বটে। এছাড়া এরই মাধ্যমে তারুণ্যের সর্বোচ্চ মেধাবীদের সামনে মুক্তিযুদ্ধে প্রান্তিকমানুষের অবদানের কথাও তুলে ধরা হলো। যা নিঃসন্দেহে মুক্তিযুদ্ধ গবেষণার ক্ষেত্রকে সম্প্রসারিত করতে ভূমিকা রাখবে আগামী দিনে।

তিনি বিষয়টির জন্য অধ্যাপক ডক্টর মো.জফির উদ্দিন (কবি জফির সেতু)র প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি সেই চার শিক্ষার্থীকে জানান শুভেচ্ছা।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.