Sylhet Today 24 PRINT

সঞ্জীব চৌধুরীর জন্মদিনে সিলেটে আজ ‘সঞ্জীব স্মরণ’

নিজস্ব প্রতিবেদক |  ২৫ ডিসেম্বর, ২০১৬

অসংখ্য প্রশংসিত গানের শিল্পী, তারুণ্যের কণ্ঠস্বর সঞ্জীব চৌধুরীর জন্মদিন আজ। ১৯৬৪ সালের এই দিনে বাংলাদেশের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন সঞ্জীব চৌধুরী।

সঞ্জীব চৌধুরীর জন্মদিন স্মরণে সিলেটে আয়োজন করা হয়েছে 'সঞ্জীব স্মরণ ২০১৬' অনুষ্ঠানের। 'মনের ভিতরে মাঝি তোমার রাঙা নাও বাই'- শিরোনামের এই আয়োজন শুরু হবে রোববার (২৫ ডিসেম্বর) সন্ধ্যে ৬টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে। অনুষ্ঠানের আয়োজন করেছে সঞ্জীব চৌধুরীর ভক্তদের উদ্যোগে গড়া সিলেটের সংগঠন 'হৃদয়পুর'।

'হৃদয়পুর' এর অন্যতম উদ্যোক্তা অরূপ বাউল জানান, 'হৃদয়পুর' গত ৪ বছর ধরে সঞ্জীব চৌধুরীর জন্ম এবং প্রয়াণ দিবসে এমন অনুষ্ঠান আয়োজন করে থাকে। আজকের অনুষ্ঠানটি শুরু হবে সঞ্জীব চৌধুরীর গাওয়া 'হাতছানি দেয় বাংলাদেশ' গানটির সাথে নৃত্য পরিবেশনের মাধ্যমে। এরপর একে একে পরিবেশন করা হবে সঞ্জীব চৌধুরীর গান ও কবিতা।

আয়োজক সূত্রে জানা গেছে, সিলেটের শিল্পীদের পাশাপাশি ঢাকার 'কনসার্ট ফর ফাইটার্স' এর শিল্পীরাও অনুষ্ঠানে অংশ নেবেন।

পুরো আয়োজনটিতে সহযোগিতা করছে সিলেটের নাট্যদল 'নগরনাট'।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.