Sylhet Today 24 PRINT

নড়াইলে সপ্তাহব্যাপী সুলতান মেলা শুরু রোববার

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জানুয়ারী, ২০১৭

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯২তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে শুরু হতে যাচ্ছে সাত দিনব্যাপী সুলতান মেলা।

রোববার (১৫ জানুয়ারি) শুরু হয়ে এ মেলা চলবে শনিবার (২১ জানুয়ারি) পর্যন্ত।

মেলার যৌথভাবে আয়োজন করছে জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশন। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হচ্ছে।

মেলার আয়োজক সূত্রে জানা যায়, রোববার মেলার স‍ূচনা হলেও পরদিন সোমবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাত দিনের মেলা উদ্বোধন করবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি। আর ২১ জানুয়ারি সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে পুরস্কার ও সুলতান পদক বিতরণ করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি।

সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু জানান, সুলতান মেলা উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মেলায় গ্রামীণ খেলাধুলাসহ বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, সেমিনার, সুলতান স্বর্ণপদক প্রদান, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.