Sylhet Today 24 PRINT

আমি তো আমিই : সুষমা দাস

নিজস্ব প্রতিবেদক |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৭

একুশে পদক পাচ্ছেন এই সংবাদ জানার পর রোববার রাতে ফোনে কথা হয় শিল্পী সুষমা দাসের সঙ্গে।

তাঁর ভ্রাতুষ্পুত্র শিল্পী পিনুসেন দাশ আলাপ করিয়ে দেন। পিনুসেন একুশে পদকপ্রাপ্ত সিলেটের আরেক গুণি শিল্পী পণ্ডিত রামকানাই দাসের ছেলে।

এবছর একুশে পদক পাচ্ছেন এই খবর একটু আগে টেলিভিশনের সংবাদের মাধ্যমে নিশ্চিত হয়েছেন জানিয়ে সুষমা প্রশ্ন করেন, তোমরা খুশি হয়েছো তো।

প্রবীণ এই লোকসঙ্গীত শিল্পীর কাছে তাঁর অনুভূতি সম্পর্কে জানতে চাই।

স্বভাবসুলভ বিনয় ও সারল্য নিয়ে বলেন, আমি তো আমিই। তোমরা সকলে খুশি হলেই আমি খুশি।

বলেন, আমি সামান্য গান করি। গ্রাম-গঞ্জের গান। লোকগান। সঙ্গীত বিষয়ে কোনো বিদ্যাশিক্ষাও নেই। তবু অনেকে পছন্দ করে। তোমরাও সমাদর করো। সকলের চেষ্টায়ই এই অর্জন।

রোববার (১২ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুষমা দাসসহ ১৭ বিশিষ্ট নাগরিককে এবছর একুশে পদক প্রদানের সরকারী সিদ্ধান্তের কথা জানানো হয়।

এরআগে ২০১৪ সালে একুশে পদক লাভ করেন সুষমা দাসের অনুজ পণ্ডিত রামকানাই দাস। বাবা-মায়ের উৎসাহে সুষমা ছোটবেলা থেকেই নিজ গ্রামে ধামাইল ও লোকগান করলেও মূলত ভাই রামকানাইয়ের চেষ্টায়ই সিলেট নগরে আসেন। এবং রেডিওসহ বিভিন্ন নাগরিক অনুষ্ঠানে গান গাওয়া শুরু করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.