Sylhet Today 24 PRINT

নন্দিত অভিনেতা হুমায়ূন ফরীদির প্রয়াণের পাঁচ বছর

নিজস্ব প্রতিবেদক |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৭

আজ (১৩ ফেব্রুয়ারি) নন্দিত অভিনেতা হুমায়ূন ফরীদির ৫ম মৃত্যুবার্ষিকী। ২০১২ সালের এই দিনে প্রয়াত হন বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের এ জনপ্রিয় তারকা।

হুমায়ুন ফরীদি ১৯৫২ সালের ২৯ মে ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম এটিএম নূরুল ইসলাম ও মায়ের নাম বেগম ফরিদা ইসলাম। লেখাপড়া করেন মাদারিপুরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সরকারি কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।

ছাত্রজীবনে মঞ্চ নাটকের মধ্য দিয়ে ফরীদির অভিনয় জীবনের শুরু হয়। ১৯৬৪ সালে প্রথমবার কিশোরগঞ্জে মহল্লার মঞ্চনাটকে অভিনয় করেন তিনি। মঞ্চে প্রথম নির্দেশনা দেন স্কুল জীবনে ‘ভূত’ নামের একটি নাটকের। তাঁর অন্যান্য নাটকের মধ্যে রয়েছে মুনতাসীর ফ্যান্টাসি, ফণীমনসা, শকুন্তলা, কীত্তনখোলা, কেরামত মঙ্গল প্রভৃতি।

টিভি নাটকে প্রথম অভিনয় করেন আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় ‘নিখোঁজ সংবাদ’-এ। তাঁর অভিনীত অন্যান্য নাটকের মধ্যে রয়েছে সাত আসমানের সিঁড়ি, একদিন হঠাৎ, চাঁনমিয়ার নেগেটিভ পজেটিভ, অযাত্রা, পাথর সময়, দুই ভাই, সংশপ্তক, কোথাও কেউ নেই, দূরবীন দিয়ে দেখুন, ভাঙনের শব্দ শুনি, ভবের হাট প্রভৃতি।

ফরীদি অভিনীত প্রথম চলচ্চিত্র তানভীর মোকাম্মেলের ‘হুলিয়া’। প্রথম বাণিজ্যিক চলচ্চিত্র শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘সন্ত্রাস’। তাঁর অভিনীত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ভণ্ড, ব্যাচেলর, জয়যাত্রা, শ্যামলছায়া, একাত্তরের যীশু, মায়ের মর্যাদা, বিশ্বপ্রেমিক ও পালাবি কোথায়। তাঁর শেষ ছবি ‘এক জবানের জমিদার, হেরে গেলেন এবার’ মুক্তি পায় ২০১৬ সালের ২৬ আগস্ট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.