Sylhet Today 24 PRINT

ঝিনাইদহে শুরু হয়েছে তিন দিনব্যাপী লোকউৎসব

ঝিনাইদহ প্রতিনিধি  |  ১৮ ফেব্রুয়ারী, ২০১৭

ঝিনাইদহে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী লোকউৎসব ‘বাউল হাট’।

উৎসবের প্রথমদিনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে ভিড় করেন আশেপাশের হাজারো মানুষ। ৩ দিনব্যাপী ‘বাউল হাট’ নামে এ লোকজ সাংস্কৃতিক উৎসবে লালনগীতি, মরমী কবি পাগলা কানাই এর জারীগান, কবি গান, লাঠি খেলা, বাউলদের ভাব সঙ্গীত, অষ্টক পালা, গম্ভীরা, লোক নাটক, লোক পালা, গাজীর গান ইত্যাদি অনুষ্ঠিত হবে।

ঝিনাইদহ থিয়েটারের সভাপতি ও অনুষ্ঠানের আয়োজক একরামুল হক লিকু সাংবাদিকদের জানান, বাঙালী সংস্কৃতির আদি ঐতিহ্যকে তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। বাঙালীর অসাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করার ক্ষেত্রে মূল্যবোধের বিকাশ সাধন হবে অনুষ্ঠানে মুল লক্ষ্য। এ উৎসব শুধু বিনোদনের নয়, জঙ্গিবাদের বিরুদ্ধে ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িকতার দর্শনে গন মানুষকে ঐক্যবদ্ধ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।


ফকির লালন শাহ, মরমী কবি পাগলা কানাই, সিরাজ শাহ্, বাউল দুদ্দু শাহ্, গাজী-কালু-চম্পাবতী, বাঘা যতীন, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, কে.পি.বসু, ইলা মিত্র, কবি গোলাম মোস্তফা প্রমুখ গুণীজন সমৃদ্ধ ইতিহাসের স্মরণীয় ব্যক্তিদের তীর্থস্থান ঝিনাইদহ। এ সকল বাউল সাধক ও কীর্তিমান ব্যক্তিদের স্মরণে ঝিনাইদহ জেলার হাজার বছরের লোক ঐতিহ্যকে সমুন্নত রাখার লক্ষ্যে বাংলাদেশ গ্রাম থিয়েটারের সংগঠন ঝিনাইদহ থিয়েটার, ভোর হলো এবং লালন পরিষদ যৌথ ভাবে আয়োজন করেছে এই অনুষ্ঠানের। আগামী ১৯ ফেব্রুয়ারি রোববার পর্দা নামবে এই জমজমাট অনুষ্ঠানের।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.