Sylhet Today 24 PRINT

শাবিতে আজ মঞ্চস্থ হবে ‘নীল ময়ূরের যৌবন’

শাবি প্রতিনিধি  |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৭

শাবিপ্রবির মঞ্চে আবারো আসছে নাটক 'নীল ময়ূরের যৌবন'। সম্প্রতি বুয়েট ড্রামা সোসাইটি কর্তৃক আয়োজিত নাটোৎসবে শাবিপ্রবি তথা সিলেটের প্রতিনিধি হয়ে ঘুরে আসা 'নীল ময়ূরের যৌবন' নাটকটি নতুন আঙ্গিকে মঞ্চস্থ করতে যাচ্ছে শাবিপ্রবি'র নাট্য সংগঠন দিক থিয়েটার।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় শাবির কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে নাটকটি ৫ম প্রদর্শনী।

প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন রচিত 'নীল ময়ূরের যৌবন' উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন সুনন্দ বাশার। নির্দেশনা দিয়েছেন বিজিত চক্রবর্তী পলাশ ও পুনঃনির্দেশনা দিয়েছেন মায়া বিশ্বাস।

'নীল ময়ূরের যৌবন' উপন্যাসের পটভূমি বার’শ বছর আগের চর্যাপদের সময়কাল, যখন এই ভূখণ্ডে ছিল বৌদ্ধ রাজাদের প্রবল প্রতাপ। অর্থ-বিত্ত-পাণ্ডিত্যে বলশালী ব্রাহ্মণ সমাজ ছিল যাদের প্রধান সহায়ক। রাজদরবারের আলঙ্কারিক ভাষা সংস্কৃত দিয়ে যারা দাবিয়ে রেখেছিল দুর্বল প্রাকৃতজন বাঙালিদের। অথচ চর্যাপদের কবিরা স্বপ্ন দেখতেন এক স্বাধীন ভূখণ্ডের, যেখানে রাজা-প্রজা সবাই হবে সমান। সাধারণ মানুষের মুখের ভাষাই হবে রাজদরবারের ভাষা। সেই স্বপ্ন আর স্বপ্নভঙ্গের গল্পগাঁথারই নাট্যরূপ 'নীল ময়ূরের যৌবন'।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.