Sylhet Today 24 PRINT

বেঙ্গল উৎসবে \'সিলেট সন্ধ্যা\'

নিজস্ব প্রতিবেদক |  ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

শুধু সিলেটের শিল্পীদের নিয়ে বেঙ্গল সংস্কৃতি উৎসবের হাছন রাজা মঞ্চে ষষ্ঠ দিনের মূল আয়োজন শুরু হয় সন্ধ্যায়।

তবে তার আগেই কারুমেলার পাশের অস্থায়ী একটি মঞ্চে সিলটী নাগরি পুঁথি কিতাব হালতুন্নবী পরিবেশন করেন সিলেটের প্রবীণতম পুঁথিপাঠক আলী আসহাব।

সন্ধ্যায় মূল মঞ্চে সিলেট অঞ্চলের লোকসংস্কৃতির অন্যতম অংশ ধামাইল গান ও নৃত্য পরিবেশন করেন রামকৃষ্ণ সরকার ও তার দল।

ভাটি অঞ্চলের এই নাচ সিলেট অঞ্চলের প্রায় প্রতিটি বিয়েরই অবিচ্ছেদ্য অংশ। এই ধামাইল ছাড়া যেন পূর্ণতা পায় না বিয়ে। এছাড়াও ধামাইল নাচের রয়েছে অন্য আধ্যাত্মিক সাধনা স্তরও।

পরিবেশিত ধামাইল নৃত্যে নির্দেশনা দেন মনোরঞ্জন ধর। এ সময় ঢোলও বাজান তিনি।

সন্ধ্যা ৭টায় হাছন রাজা মঞ্চে গান নিয়ে আসেন বাউল সম্রাট শাহ আবদুল করিমের ২৪ বছরের সহযোগী ও সরাসরি শিষ্য বাউল আব্দুর রহমান।

মঞ্চে এসে তিনি বাউল শাহ আব্দুল করিমের স্মৃতিচারণ করে বলেন, ‍"২০০৯ সালে যখন আব্দুল করিম মারা যান, তখন নৌকা দিয়ে সুনামগঞ্জে বাড়িতে নেয়ার সময় আমি 'মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে', এই গান করি।

শাহ আব্দুল করিম বলতেন বন্ধুর সাথে আমার পিরিতি। তাই খুব আফসোস করে বলেছেন 'কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি'।

বাউল করিম দেহতত্বে বিশ্বাসী। তাই 'কোন মেস্তরি নাও বানাইলো' গানে দেহটাকে নাও বানিয়ে ফেলেন তিনি, বলে উল্লেখ করে আব্দুর রহমান।

বাউল আব্দুর রহমান বলেন, আমারও গান আছে কিন্তু আমি আমার গান করি না। কিন্তু একটা গান আমি করবো আজ।

তিনি বলেন, শাহ আব্দুল করিমের গানের বিকৃতি ঘটছে এখন। আমি আজীবন শাহ আব্দুল করিমের গান করে যেতে যাই। 

এ সময় তিনি 'বৈরাগনি তোর লাউটা দিবে নি' শিরোনামে তার নিজের একটি গান পরিবেশন করেন।

এছাড়াও সিলেট সন্ধ্যায় গান পরিবেশন করবেন একুশে পদকপ্রাপ্ত লোকসঙ্গীত শিল্পী সুষমা দাস, শামীম আহমেদ ও বাউল সূর্য্যলাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.