Sylhet Today 24 PRINT

ছায়ানটের দু'দিনব্যাপী রবীন্দ্র-উৎসব

উৎসবে ছায়ানটের পাশাপাশি অংশ নিচ্ছে সুরতীর্থ, সুরের ধারা, জাগো আর্ট সেন্টার, ভাবনার মতো সাংস্কৃতিক সংগঠনগুলো।

নিউজ ডেস্ক |  ০২ মে, ২০১৫

৮ মে থেকে ছায়ানট সংস্কৃতি ভবনে শুরু হচ্ছে দুদিনব্যাপী রবীন্দ্র-উৎসব। প্রথম দিন শুক্রবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান উদ্বোধন করবেন অধ্যাপক সোমেন বন্দ্যোপাধ্যায়।

উৎসবে ছায়ানটের পাশাপাশি অংশ নিচ্ছে সুরতীর্থ, সুরের ধারা, জাগো আর্ট সেন্টার, ভাবনার মতো সাংস্কৃতিক সংগঠনগুলো।

শুক্রবার প্রথম দিনের আয়োজনে দৃষ্টান্তসহ রবীন্দ্রসংগীত ও রবীন্দ্র-চিত্রকলা বিষয় দুটি নিয়ে বক্তব্য রাখবেন সোমেন বন্দোপাধ্যায়। বক্তৃতা শেষে ছায়ানটের শিল্পীদের সঙ্গে পরিবেশনায়ও অংশনেবেন তিনি।

একই দিনে একক গান, আবৃত্তি, পাঠের পাশাপাশি রবীন্দ্রনাট্যে ব্যবহৃত গান পরিবেশন করবে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগঠন সুরের ধারা।

দ্বিতীয় দিন শনিবারের অনুষ্ঠানও শুরু হবে সন্ধ্যা ৬টায়। এদিন পরিবেশিত হবে রবীন্দ্রনাথের গান থেকে কবিতা, কবিতা থেকে গান নিয়ে সনজীদা খাতুনের গ্রন্থনা ‘রূপে রূপে অপরূপ’।

মিতা হকের সংগঠন সুরতীর্থ অংশ নেবে দ্বিতীয় দিন, মূল গান ও তা থেকে ভাঙা রবীন্দ্র সংগীত উপস্থাপন করবে তারা। একই দিনে ছায়ানট শিল্পীদের একক গান, আবৃত্তি ও পাঠের পাশাপাশিঅংশ নেবে নৃত্যদল জাগো আর্ট সেণ্টার ও ভাবনা।

রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মকে সাধারণের কাছে আরো সহজ করে তোলার লক্ষ্যে ১৪১৬ বঙ্গাব্দ থেকে বার্ষিক রবীন্দ্র-উৎসব করছে ছায়ানট। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.