Sylhet Today 24 PRINT

অবশেষে নোবেল পুরষ্কার নিলেন বব ডিলান

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০২ এপ্রিল, ২০১৭

অনেক নাটকীয়তার পর অবশেষে নোবেল পুরষ্কার গ্রহণ করেছেন বিখ্যাত মার্কিন সংগীতশিল্পী ও গীতিকার বব ডিলান। আনুষ্ঠানিকভাবে নোবেল পুরষ্কার প্রদানের তিন মাসেরও বেশি সময় পর তিনি এটি গ্রহণ করলেন।

সুইডেনের রাজধানী স্টকহোমে এক ঘরোয়া অনুষ্ঠানে বব ডিলানের হাতে নোবেল পুরষ্কার তুলে দেয়া হয়। স্টকহোমে একটি পূর্বনির্ধারিত কনসার্টে অংশ নিতে গেছেন বব ডিলান।

সুইডিশ একাডেমির এক সদস্য বার্তা সংস্থা এপিকে বলেছেন, "অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন হয়েছে। ৭৫ বছর বয়সী ডিলান খুবই চমৎকার ও সদয় মানুষ।"

এই সুইডিশ একাডেমিই সাহিত্যে নোবেল বিজয়ীকে মনোনীত করে থাকে। একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, পরে কোনো এক সময় তিনি রেকর্ড করা নোবেল বক্তৃতা দেবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে বব ডিলানের নোবেল পুরষ্কার নিয়ে হয়েছে অনেক নাটকীয়তা। পুরষ্কার ঘোষণার পর তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি। অনেকদিন পর ডিলান জানান, নোবেল পুরষ্কার পাওয়ার খবরে তিনি ভাষা হারিয়ে ফেলেছিলেন। এজন্যই এতদিন নীরব ছিলেন।

এমনকি বব ডিলান গত বছরের ডিসেম্বরে স্টকহোমে অনুষ্ঠিত নোবেল পুরষ্কার হস্তান্তর অনুষ্ঠানেও যাননি। তবে সে অনুষ্ঠানে তিনি একটি বার্তা পাঠিয়েছিলেন।

সূত্র: বিবিসি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.