Sylhet Today 24 PRINT

পহেলা বৈশাখে সিলেটে শ্রুতির শতকণ্ঠে বর্ষবরণ

সংবাদ বিজ্ঞপ্তি  |  ০৫ এপ্রিল, ২০১৭

বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ। বাংলা নতুন বর্ষকে বরণ করতে সিলেটের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন শ্রুতি-সিলেট প্রতিবারের মতো এবারও পহেলা বৈশাখ ১৪২৪ উপলক্ষে সিলেটের সুবিদবাজারস্থ ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজন করতে যাচ্ছে ‘শ্রুতি শতকন্ঠে বর্ষবরণ উৎসব-১৪২৪ বাংলা'।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় শুরু হবে এ আয়োজন। দিনব্যাপী শতকন্ঠে বর্ষবরণ উৎসবে থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন, প্রদান করা হবে শ্রুতি সম্মাননা ১৪২৩ বাংলা।

দিনব্যাপী আয়োজনে আরও থাকছে বিষয় ও বিভাগ ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা। চিত্রাংকন প্রতিযোগিতায় নাম অন্তর্ভুক্তি এবং বৈশাখী মেলায় স্টল বরাদ্দের জন্য ০১৭৩৫০২৪২০৫ অথবা ০১৭১৭৬৭৪৩১০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন আয়োজকরা। এছাড়া বৈশাখী মেলায় স্টল বরাদ্দের অন্তর্ভুক্তি ফরম পাওয়া যাবে সমবায় মার্কেটের নিউ নেশন লাইব্রেরী এবং আম্বরখানার ফ্রিডম ফ্যাশন হাউজে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.