Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেন মোদি

সিলেটটুডে ডেস্ক |  ০৮ এপ্রিল, ২০১৭

বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনায় নির্মাণ করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর একটি চলচ্চিত্র।

শনিবার (৮ এপ্রিল) বিকালে নয়াদিল্লির হায়দ্রবাদ হাউজে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শেষে এ ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, "আমরা যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর একটি চলচ্চিত্র নির্মাণে সম্মত হয়েছি।"

ভারতের প্রধানমন্ত্রী বলেন, "তিনি (বঙ্গবন্ধু) ছিলেন ভারতের একজন অকৃত্রিম বন্ধু এবং একজন উঁচু মাপের নেতা। বাংলাদেশের জাতির পিতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনে আমরা রাজধানী নয়াদিল্লীর পার্ক স্ট্রীট সড়কটি বঙ্গবন্ধুর নামে নামকরণ করেছি। বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গবন্ধুর জীবন, সংগ্রাম ও ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।"

নরেন্দ্র মোদি বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী হিন্দি ভাষায় অনুবাদ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনিও সম্মানিত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.