Sylhet Today 24 PRINT

মিথিলাকে বাঁচাতে আজ সিলেটে গাইবে ‘জলের গান’

নিজস্ব প্রতিবেদক |  ০৯ এপ্রিল, ২০১৭

তিন বছর বয়সী ফুটফুটে মেয়ে মিথিলা তার হার্টে ছিদ্র নিয়ে বেড়ে উঠছে। যেখানে দ্রুত অস্ত্রোপচারের মাধ্যমে তাকে সারিয়ে তোলা প্রয়োজন, সেখানে তার বাবা-মা হিমশিম খাচ্ছেন মিথিলার এই ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ যোগাড় করতে। তাঁদের পক্ষে যতটুকু করা সম্ভব ছিল, এর সবটুকুই তাঁরা করে যাচ্ছেন বাবা-মা হিসেবে। কিন্তু মিথিলার চিকিৎসা বাবদ যে পরিমাণ অর্থের প্রয়োজন, তাঁদের একার পক্ষে সেটা বহন করা সম্ভব নয়।

মিথিলার চিকিৎসার জন্য প্রয়োজন ৩ লাখ টাকা। সেই টাকার সংস্থান করতে এগিয়ে এসেছে সিলেটের লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব। রোববার (৯ এপ্রিল) সন্ধ্যায় সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে তারা আয়োজন করেছেন ‘মিথিলার জন্য ভালোবাসা’ শীর্ষক একটি চ্যারিটি কনসার্ট। কনসার্টে গান গাইবে বাংলাদেশের জনপ্রিয় দল ‘জলের গান’।

কনসার্টের টিকেট বিক্রি থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ চলে যাবে মিথিলা’র চিকিৎসা সহায়তা ফান্ডে। টিকেটের মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.