Sylhet Today 24 PRINT

রাবিতে মঙ্গলবার মঞ্চস্থ হবে উইলিয়াম শেক্সপীয়রের ‘মুখরা রমণী বশীকরণ’

রাবি প্রতিনিধি |  ১০ এপ্রিল, ২০১৭

বিশ্ববিদ্যালয় থিয়েটার রাজশাহীর (বিথিরা) ৩৯তম প্রযোজনা বিশ্বখ্যাত নাটক 'মুখরা রমণী বশীকরণ' মঞ্চস্থ হবে আগামীকাল মঙ্গলবার।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) নাটকটি মঞ্চস্থ করা হবে।

সোমবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি অধ্যাপক ড. মো. শাহ্ আজম শান্তনু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

নাটকটি সম্পর্কে থিয়েটারের সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান রোকন বলেন, 'মুখরা রমণী বশীকরণ' নাটকটি বিশ্ব বিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপীয়রের রচিত এবং খ্যাতিমান নাট্যকার মুনির চৌধুরী অনুদিত।

তিনি আরো জানান, নাটকটি কমেডি ধরনের নাটক। নাটকটির মাধ্যমে একজন সাধারণ নারীর জীবন-চরিত্র তুলে ধরা হয়েছে। মূলত নারীদের বিয়ের পূর্ববর্তী ও পরবর্তী সময়ের জীবনাচরণকে কেন্দ্র করেই নাটকটি রচিত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.