Sylhet Today 24 PRINT

অপশক্তির বিনাশ ও শুভ বুদ্ধির প্রত্যাশায় সিলেটে নাট্য পরিষদের বর্ষবিদায় ও বরণ

সিলেটটুডে ডেস্ক |  ১৩ এপ্রিল, ২০১৭

১৪২৩ বাংলা সনকে বিদায় ও ১৪২৪ বাংলা সনকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সুরমা নদীর তীরবর্তী চাঁদনী ঘাট সিঁড়িতে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজন করে লোক-সংস্কৃতির অনুষ্ঠান।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু’র স্বাগত বক্তব্যের মাধ্যমে বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে পাঠশালা সিলেট, গ্রীন ডিজেবল ফাউন্ডেশন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সিলেট জেলা শাখা, নগরনাট সিলেট, কথাকলি সিলেট, দর্পণ থিয়েটার সিলেট ও শিল্পী লাভলী দেব তাদের পরিবেশনা করেন। চাঁদনী ঘাটের সিড়িসহ আশপাশের এলাকার সকল বয়সের শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে সকল অপশক্তির বিনাশে ঐক্যবদ্ধ শুভ বুদ্ধির প্রত্যাশায় নতুন বছরকে স্বাগত জানানো হয়।

সূর্যাস্তের পর পরই মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে নতুন বছর ১৪২৪ কে স্বাগত জানান সিলেট সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি অনিল কিষান সিনহা, ইমজা সিলেট এর সভাপতি ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আল-আজাদ, সাবেক প্রধান পরিচালক ব্যারিস্টার মোঃ আরশ আলী, আবৃত্তি সমন্বয় পরিষদের সহ-সভাপতি মোকাদ্দেস বাবুল, সভাপতি মিসফাক আহমদ চৌধুরী মিশু, সাবেক সাধারণ সম্পাদক শামসুল বাছিত শেরো ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউল শিল্পী আব্দুর রহমান, কমরেড বাদল কর, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, সাংবাদিক আব্দুল মালিক জাকা, সাবেক পরিচালক নিরঞ্জন দে যাদু, নাট্য সংগঠক আমিরুল ইসলাম বাবু, এনামূল মনির, খোয়াজ রহিম সবুজ, অনিমেষ বিজয় চৌধুরী, ইন্দ্রানী সেন শম্পা, শান্তনু সেন তাপ্পু, সুপ্রিয় দেব শান্ত, তন্ময় নাথ তনু প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.